তিনগুণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা? মুখ খুললেন দলীয় নেতা
মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে সাধারণ জাতির মহিলারা ১০০০ এবং তপশিলি মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন। শুভেন্দু অধিকারীর দাবি, বিজেপি ক্ষমতায় এলে এই ভাতা তিন গুণ বৃদ্ধি পেয়ে ৩০০০ টাকা হবে।
মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সমাজসেবা মূলক প্রকল্প চালু করেছেন। যাতে উপকৃত হচ্ছে পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে।
কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ আরও অনেক প্রকল্প আছে। বর্তমানে বাড়ি বানাতে টাকা দিচ্ছে মমতা। তেমনই টাকা দিচ্ছে ব্যবসা শুরু করতে।
এই সকল প্রকল্পের মধ্যে সব থেকে খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর করতে চালু হয়েছে প্রকল্প।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ জাতির মহিলারা ১০০০ এবং তপশিলি মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন।
এবার তিন গুণ বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার। মাসে মাসে ৩০০০ টাকা করে পাবেন ভাতা।
এমনই দাবি করলেন করলেন শুভেন্দু অধিকারী।
তিনি দাবি করেছেন, বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার তিন গুণ বাড়িয়ে দেওয়া হবে।
পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে একটি সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সেখানে তিনি দাবি করেছেন যে বিজেপি সরকার ক্ষমতায় আসবে বাড়বে ভাতা। ৩ গুণ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেবে সরকার।
অর্থাৎ ৩০০০ করে ভাতা পেতে হলে বিজেপি সরকার ক্ষমতায় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে রাজ্যের মহিলাদের।