সপ্তাহের মাঝেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় খবর দিল নবান্ন! জেনে নিন আজকের আপডেট

Published : Jun 04, 2025, 08:38 AM IST

বছরের মাঝেই রাজ্যবাসীর জন্য সুখবর দিচ্ছে নবান্ন। ভালো খবর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। কী জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? জেনে নিন আজকের আপডেট।

PREV
115

রাজ্য সরকারের দ্বারা রাজ্যবাসী নানাভাবে উপকৃত হয়, বিশেষ করে রাজ্যের মহিলাদের বিভিন্ন প্রকল্পের আওতায় এনেছে রাজ্য সরকার।

215

সেই প্রকল্পগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। এবার চমকপ্রদ খবর মিলল।

415

লক্ষীর ভান্ডার প্রকল্পের যারা নতুন উপভোক্তা তাদের অ্যাকাউন্টে আগামী মাস থেকেই ঢুকে যাবে টাকা।

515

কত পাওয়া যাবে এই প্রকল্পে? তফসিলি জাতি–উপজাতিভুক্তরা পাবেন ১২০০ টাকা এবং বাকিরা পাবেন ১০০০ টাকা।

615

জানা গিয়েছে নতুন করে আরো পাঁচ লক্ষ মহিলার নাম যুক্ত হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে (Lakshmir Bhandar)।

715

মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠক করে বিষয়টি সম্পর্কে জানিয়েছেন এবং লক্ষ্মীর ভাণ্ডারের আকর্ষণীয় সুবিধা পাবে রাজ্যের ২ কোটি ২১ লক্ষ মহিলা।

815

বর্তমানে রাজ্যের আরও ৫ লাখ ৭ হাজার মহিলা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা পাবেন।

915

নবান্নে প্রশাসনিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে, লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) জন্য নতুন আবেদন ইতিমধ্যেই আসা শুরু করে দিয়েছে।

1015

নতুন আরো মহিলাদের এই প্রকল্পে যুক্ত করা হয়েছে। এখন সংখ্যাটা হলো ৫ লক্ষ ৭ হাজার। নতুন যাদের যুক্ত করা হয়েছে তাদের পরের মাস থেকেই টাকা ঢুকে যাবে।

1115

রাজ্যের মহিলাদের এই সহায়তা দেওয়ার জন্য রাজ্য সরকারের বাড়তি খরচ হবে ৫৪ হাজার কোটি টাকার বেশি।

1215

জানলে অবাক হয়ে যাবেন যে রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা হল ২ কোটি ২১ লক্ষ। সরকারের এই প্রকল্পের জন্য মোট খরচ হবে ৬২৫ কোটি ২০ লক্ষ টাকা।

1315

এতদিন পর্যন্ত রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে (Lakshmir Bhandar) ৪৮ হাজার ৪৯০ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।

1415

রাজ্যের মহিলাদের জন্য আরও একটি সুখবর, ৪৩ হাজার ৯০০ জন স্বামীহারা মহিলাকে বিধবা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ডিসেম্বর মাস থেকেই তা চালু হয়ে যাবে।

1515

তার ফলে বাংলার মোট ২০ লক্ষ ৭৫ হাজার মহিলা উপকৃত হবেন। এইসব প্রকল্পের জন্য রাজ্য সরকারের প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয় হয়। রাজকোষের উপর এর ফলে বাড়তি চাপ পড়ে।

Read more Photos on
click me!

Recommended Stories