Purple Line Metro News: সপ্তাহের দ্বিত্বীয় দিনেই বাড়ি থেকে বেরিয়ে হতে পারে বিপত্তি। গন্তব্যে পৌঁছনোর আগে জানুন মঙ্গলবার মেট্রোর সময়সূচি। রইল বড় আপডেট।
সপ্তাহের শুরুতেই মেট্রোর সময় সূচিতে রয়েছে বড় বদল। সোমবার রাতেই এই বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানিয়েছে মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ। সূত্রের খবর, মঙ্গলবার নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরিতে চলবে মেট্রো।
28
কোন রুটে মেট্রোর সময় বদল?
সোমবার রাতে মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জারি করা প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, মঙ্গলবার পার্পল লাইনে অর্থাৎ জোকা-মাঝেরহাট রুটে দেরিতে চলবে মেট্রো। যান্ত্রিক ত্রুটি সারানোর জন্য এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
38
কত মিনিট অন্তর মিলবে মেট্রো পরিষেবা ?
মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে যে, প্রতিদিনের মতো ২৪ মিনিট অন্তর নয়, আজ ৪০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে জোকা-মাঝেরহাট লাইনে।
বেগুনি লাইনে তৈরি হওয়া কিছু যান্ত্রিক গোলযোগকে নির্মূল করে দিতে শুরু হয়েছে কাজ। যারফলে আজ সারাদিনে ৪০ মিনিটের ব্যবধানে আপ-ডাউন লাইনে মিলবে মেট্রো পরিষেবা।
58
কমছে মেট্রোর সংখ্যা?
মঙ্গলবার জোকা-মাঝেরহাট লাইনে সারাদিনে আপ ও ডাউন মিলিয়ে মোট ৩৮টি মেট্রো চলবে। এবং ৪০ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো। ফলে বাড়ি থেকে বেরনোর আগে এই রুটের যাত্রীদের হাতে সময় নিয়ে বেরনোর কথা জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
68
দিনের প্রথম মেট্রো কখন?
এই বিষয়ে মেট্রোরেল সূত্রে খবর, প্রতিদিনের মতোই সকাল ৮টা থেকে জোকা হয়ে রওনা দেবে প্রথম মেট্রোটি। যা মাঝেরহাট থেকে ফিরবে ৮.২০ নাগাদ। জোকা থেকে শেষ মেট্রোটি চলবে রাত ৮টা পর্যন্ত। মাঝেরহাটে শেষ মেট্রো রয়েছে রাত ৮ টা ২০ মিনিট পর্যন্ত।
78
পার্পল লাইনে বেড়েছে মেট্রোর সংখ্যা
জোকা-মাঝেরহাট রুটে বেড়েছে মেট্রোর সংখ্যা। গত ১৩ মে অর্থাৎ মঙ্গলবার থেকে জোকা-মাঝেরহাট রুটে বেড়েছে মেট্রোর সংখ্যা। জানা গিয়েছে, মেট্রো যাত্রীদের (Metro Rail News) দীর্ঘদিনের দাবি মেনে ১৩ মে মঙ্গলবার থেকে এই রুটে আপ-ডাউন মিলিয়ে ৬২টি মেট্রো চালাচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ফলে আপে চলছে ৩১টি মেট্রো ও ডাউন লাইনেও চলছে ৩১টি মেট্রো।
88
বর্তমানে জোকা-মাঝেরহাট রুটে মেট্রো সংখ্য়া
এর আগে জোকা ও মাঝেরহাট রুটে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সারাদিনে ৪০টি মেট্রো চলত। গত ১৩ মে থেকে বেড়েছে এই মেট্রোর সংখ্যা। যারফলে গত ১৩ মে থেকে পার্পল লাইনে অর্থাৎ জোকা-মাঝেরহাট রুটে ৩১টি করে আপ-ডাউনে মোট ৬২টি মেট্রো চলছে। মেট্রো যাত্রীদের অনেক দিনের দাবিকে মান্যতা দিয়ে এই পরিষেবা শুরু হয়েছে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।