রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি (Summer Holiday) শেষ। এদিকে গরমের জেরে ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ। তার উপর রাজ্যে ফের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এবার থেকে স্কুলে যেতে হবে মাস্ক পরে! মানতে হবে বিশেষ স্বাস্থ্যবিধি? কী বলছে নবান্ন?
অবশেষে খতম হল গরমের ছুটির। খুলে গিয়েছে সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল। তাই ছুটির আনন্দ ভুলে গিয়ে সকলেই স্কুল ছুটছে পিঠে ব্যাগ নিয়ে।
210
নিম্নচাপের জেরে বৃষ্টি হলেও, ভ্যাপসা গরম থেকে মুক্তি মেলেনি এখনও।
310
তার উপর রাজ্যে ফের করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। যার জেরে শুরু হল করোনা বিধি পালন (Corona Rules In School)।
রাজ্য সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৮২ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে।
510
পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্ত ২৮৭ জন। এবং সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৫৮ জন।
610
এদিকে বিষ ফোঁড়া হয়ে দাঁড়িয়েছে গুমোট গরম। এই ভ্যাপসা গরম ও করোনার বাড়বাড়ন্তে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়ল স্কুল কর্তৃপক্ষ।
710
তবে এবার মোক্ষম উপায় বের করলেন তাঁরা। করোনা নিয়ে আতঙ্ক নয়, বরং পড়ুয়াদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিতে চলেছেন সব স্কুলের কর্তৃপক্ষ।
810
জানা গিয়েছে, জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, বমির মতো উপসর্গ দেখা দিলে স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে স্কুলগুলি। এমনকি পুরো সেরে না ওঠা পর্যন্ত স্কুলে আসতেও বারণ করা হয়েছে।
910
প্রায় প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকেরা জানাচ্ছেন, আগামী তিন মাস অর্থাৎ, জুন থেকে অগস্ট পড়াশোনার মরসুম। ওই তিন মাস স্বাস্থ্যবিধি মেনে মন দিয়ে পড়াশোনা করতে হবে। স্কুলে নিয়মিত আসতে হবে।
1010
তবে এই নির্দেশিকা আজ নয় বরং বেশ কয়েকটি স্কুল গরমের ছুটির মাঝে অর্থাৎ স্কুল খোলার দিন কয়েক আগেই তাঁদের নিজস্ব হোয়াটস অ্যাপ গ্রুপে বিজ্ঞপ্তি দিয়ে সচেতন করা হয়েছে।