সরকারের বিরুদ্ধে বিস্ফোরক আনিস খানের বাবা সালেম খান, একান্ত সাক্ষাৎকারে কী জানালেন তিনি?

আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে শ্যামবাজার মোড়ে দীর্ঘদিন ধরে চলছে বাম ছাত্র-যুবর অবস্থান। সেই অবস্থান মঞ্চেই এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মুখোমুখি হলেন নিহত ছাত্র নেতা আনিস খানের বাবা সালেম খান (Salem Khan)।

আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে উত্তাল গোটা দেশ। আর এই ঘটনার বিচার চেয়ে শ্যামবাজার মোড়ে দীর্ঘদিন ধরে চলছে বাম ছাত্র-যুবর অবস্থান। সেই অবস্থান মঞ্চেই এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মুখোমুখি হলেন নিহত ছাত্র নেতা আনিস খানের বাবা সালেম খান (Salem Khan)।

উল্লেখ্য, গত ৯ অগাস্ট রাতে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের উপর নেমে আসে চরম নির্যাতন এবং তারপর নৃশংসভাবে খুন করা হয় তাঁকে। সেই হত্যাকাণ্ডের ঘটনায় এইমুহূর্তে উত্তাল গোটা দেশ। কার্যত, ‘জাস্টিস ফর আরজি কর’স্লোগানে মুখরিত হয়েছে কলকাতা সহ রাজ্যের নানা প্রান্ত।

Latest Videos

এমনকি, দেশ থেকে বিদেশ, সব জায়গাতেই প্রভাব পড়েছে এই আন্দোলনের। উল্লেখযোগ্য বিষয় হল, স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা এই আন্দোলনে শামিল হয়েছেন সমাজের বিভিন্ন অংশের মানুষ। আর এই ঘটনার একেবারে গোড়া থেকেই প্রতিবাদে নামে বামেদের ছাত্র-যুব সংগঠন, এসএফআই (SFI) এবং ডিওয়াইএফআই (DYFI)।

শুধু তাই নয়, প্রমাণ লোপাটের অভিযোগ তুলে নির্যাতিতার শববাহী গাড়ি আটকে দিয়ে আন্দোলনকে একেবারে সামনের সারি থেকে নেতৃত্ব দিতে দেখা যায় বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে (Minakshi Mukherjee)। সেইসঙ্গে, ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপের ভিত্তিতে গ্রেফতার করা হয় আরেক বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে (Kalatan Dasgupta)। তিনি আবার সেই সন্ধ্যায় মীনাক্ষীর সঙ্গেই ছিলেন, যেদিন নির্যাতিতার শববাহী গাড়ি আটকানো হয়েছিল। যদিও হাইকোর্ট এই গ্রেফতারি নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে কলতানকে জামিন দিয়েছে।

আরও পড়ুনঃ

জেল থেকে 'কলতান' বেরোতেই লাল আবির-গোলাপ ফুল! বাড়ি ফিরে জড়িয়ে ধরলেন মাকে, হল মিছিলও

অন্যদিকে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে শ্যামবাজার মোড়ে অবস্থানের ডাক দেয় এসএফআই এবং ডিওয়াইএফআই। অনেকদিন ধরেই চলছে তাদের এই অবস্থান। বৃহস্পতিবার, সেই অবস্থান মঞ্চে উপস্থিত ছিলেন নিহত ছাত্র নেতা আনিস খানের বাবা সালেম খান।

এশিয়ানেট নিউজ বাংলার প্রশ্নের উত্তরে তিনি জানালেন, “শাসকদল পুলিশ দিয়ে আনিসকে খুন করিয়েছিল। তার ন্যায়বিচার আমি আজও পাইনি। যারাই মাথা উঁচু করে প্রতিবাদ জানাতে চায়, তাদের উপরেই আক্রমণ নেমে আসে। বিনা অপরাধে গ্রেফতার করছে অনেককে। একটা জলজ্যান্ত মেয়েকে নির্যাতন করে খুন করা হল। সরকারই তো দায়ী। আমরা কামদুনিও দেখেছি। তাই আনিসের ন্যায়বিচার এবং তিলোত্তমার বিচারের দাবিতে আমি আজ এখানে এসেছি।”

সালেম খানের কথায়, “এই সরকারকে না সরালে ন্যায়বিচার পাওয়া যাবে না, সাধারণ মানুষ শান্তিতে বাস করতে পারবে না।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral