Mahalaya 2025: এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২১ সেপ্টেম্বর মহালয়া। রবিবার থেকে শুরু পিতৃপক্ষের অবসানের সূচনা। মহালয়ার এই বিশেষ দিনে পূর্ব পুরুষের আত্মার শান্তির উদ্দেশে ভোরবেলা থেকেই গঙ্গার ঘাটগুলিতে চলছে তর্পণ। পুজো অর্চনা।
পিতৃপক্ষের অবসানের সূচনায় আজ মহালয়া। দুর্গাপুজো শুরুর আর মাত্র হাতে গোনা সাতদিনের অপেক্ষা। তারপরই আমবাঙালি মাতবেন শারদোৎসবের আনন্দে। তার আগে আজ মহালয়া উপলক্ষে পিতৃুপুরুষের স্মৃতির উদ্দেশে গঙ্গার ঘাটগুলিতে তর্পণ করার জন্য প্রচুর মানুষ জড়ো হয়েছেন।
25
মহালয়া ২০২৫
মহালয়া উপলক্ষে পূণ্যলগ্নে রবিবার ভোরবেলা থেকে শুরু হয়েছে প্রয়াত পূর্ব পুরুষের স্মৃতির উদ্দেশে তর্পণ। এদিন কলকাতা সহ জেলায়-জেলায় একাধিক ঘাটে চলছে তর্পণ। পিতৃপুরুষের আত্মার শান্তি উপলক্ষে বিশেষ পুজো অর্চনা।
35
মহালয়া ২০২৫
দক্ষিণেশ্বরের গঙ্গা থেকে শুরু করে, হাওড়ার চাঁদমারি ঘাট, উত্তর কলকাতার বাবুঘাট, বাগবাজার, শোভাবাজার ঘাটগুলিতে মানুষের ভিড় চোখে পড়ার মতো। ভোরবেলা থেকেই গঙ্গা স্নান সেরে পিতৃপুরুষের উদ্দেশে তৃর্পণ সারছেন বহু মানুষ।
শহর কলকাতার পাশাপাশি জেলার ঘাটগুলিতেও ভিড় চোখে পড়ার মতো। চন্দননগর থেকে শুরু করে পানিহাটি সর্বত্রই থিকথিকে ভিড়। মহালয়ার পূণ্যলগ্নে প্রয়াত পূূর্ব পুরুষের উদ্দেশে তর্পণ সারছেন সকলেই।
55
মহালয়া ২০২৫
এদিকে মহালয়া মানেই খাতায় কলমে পিতৃপক্ষের অবসান। মাতৃপক্ষের সূচনা। আর সেই উপলক্ষে আজ গঙ্গার ঘাটগুলিতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে চলছে বাড়তি পুলিশি টহল। নজরদারি। সব মিলিয়ে মহালয়া দিয়েই খাতায় কলমে শুরু উৎসবপ্রেমি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।