Mamata Banerjee: বিজয় সম্মিলনীর মঞ্চ থেকে বাম-বিজেপিকে একযোগে আক্রমণ মমতার, টার্গেট মোদীও

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উচ্চারণ করেননি। তবে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের কথা তুলে মমতা বলেন, দেশের কাজ হচ্ছে কিন্তু সব প্রচার হচ্ছে একজনের নামে।

 

ভবানীপুরের বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন। তিনি সোমবার বক্তব্যের শুরুতেই বলেছিলেন বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান মঞ্চ, তাই এখানে রাজনীতি নিয়ে কিছুই বলবেন না। কিন্তু কথা প্রসঙ্গে তিনি বলেন, 'আমি পাবলিসিটি চাই না তাই নিজের নামে স্টেডিয়াম বানাইনি।' তিনি ১০০ দিনের কাজের প্রসঙ্গ তুলেও কেন্দ্র সরকারকে নিশানা করেন।

এদিন মমতা বলেন, ১০০ দিনের কাজে টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না। তিনি তাঁর বক্তব্যে একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উচ্চারণ করেননি। তবে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের কথা তুলে মমতা বলেন, দেশের কাজ হচ্ছে কিন্তু সব প্রচার হচ্ছে একজনের নামে। মমতা আরও বলেন এই রাজ্যের মানুষ ১০০ দিনের কাজ করেছে কিন্তু তাদের প্রাপ্য টাকা এখনও দেওয়া হয়নি। পাশাপাশি তিনি জিএসটি নিয়েও আক্রমণ করেন কেন্দ্রকে। মমতার কথায় জিএসটির মাধ্যমে রাজ্য থেকে সব টাকা কেন্দ্র নিয়ে চলে যাচ্ছে। রাজ্যের প্রাপ্যও দিচ্ছে না।

Latest Videos

শুধু কেন্দ্র বা বিজেপিকে নয়, বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেন সিপিএমকেও। তাঁর অভিযোগ, বাম আমলে কৃষকদের থেকে চাল কেনা হত না। ৩৪ বছর সিপিএম সরকার এই রাজ্যের সঙ্গে প্রতারণা করেছে। এক কোটি ভুয়ো রেশন কার্ড ছিল। যার মাধ্যমে রেশন তোলা হত আর জাল ভোট দেওয়া হত। এই দুর্নীতি মেটাতে তাঁর প্রায় ১০ বছর সময় লেগেছে। তিনি বলেন, তাঁর আমলে সব রেশন কার্ড ডিজিটাল করা হয়েছে। রেশন দুর্নীতির কথা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই বাম আমলে রেশন দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ করছে তৃণমূল। তাই মমতার এই বক্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন মমতা বলেন, বেলপাহাড়ির মানুষদের অনাহারে থাকার কথাও তুলে ধরেন। তিনি বলেন, সিঙ্গুর থেকে জঙ্গলমহল সর্বত্র এলাকার মানুষদের তিনি রেশন আর চাল দেওয়া হয়।

এদিনের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে রাজ্যের শিল্পীরাও উপস্থিত ছিলেন।  অনুষ্ঠান শেষে রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল গানটিও গাওয়া হয়। 

আরও পড়ুনঃ

Deepfake AI Technology: রশ্মিকার আপত্তিকর ভিডিওর পর আলোচনায় ডিপফেক এআই প্রযুক্তি, জানুন কী এটি

'আমি নির্দোষ', আদালতে প্রবেশের আগে জ্যোতিপ্রিয় মল্লিক বললেন ইডি জানে তিনি নির্দোষ

মঙ্গলে মহুয়া মৈত্রর ভাগ্য নির্ধারণ, এথিক্স কমিটি তৈরি করতে পারে তদন্ত রিপোর্টের খসড়া

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia