মমতা-অভিষেকের জোড়া সভার দাপট, বুধবার তৃণমূলী উদ্যোগে বিশেষভাবে প্রস্তুত কলকাতা

ধর্না মঞ্চ তৈরির কাজ ঘুরে দেখে গিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তৈরি হয়েছে একটি অস্থায়ী অফিসও।

বুধবার থেকেই পশ্চিমবঙ্গে জোরদার আন্দোলনে নামছে তৃণমূল। কেন্দ্র সরকারি বঞ্চনার বিরুদ্ধে আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনায় বসছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে শহিদ মিনার ময়দানে ছাত্র-যুব সমাবেশ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। শাসকদলের দুই জোরালো সভার দাপটে বুধবার দিনভর সরগরম থাকবে বাংলার রাজনৈতিক মহল ।

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বাংলাকে বঞ্চনা এবং ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার, মূলত এই ইস্যুগুলির ওপর ভিত্তি করেই প্রতিবাদে নামছে তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ। অন্যদিকে, পঞ্চায়েত ভোটের ঠিক আগে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ মিলছে না বলে অভিযোগ তুলে ধরনায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সারা দিনরাত রোডে চলেছে মঞ্চ তৈরির কাজ। ধর্না মঞ্চ তৈরির কাজ ঘুরে দেখে গিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দলীয় কর্মীদের বৃষ্টির হাত থেকে বাঁচাতে তৈরি করা হয়েছে বিশেষ অস্থায়ী মঞ্চ।

Latest Videos

রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা শুরু হবে বুধবার বেলা ১২ টা নাগাদ। বৃহস্পতিবার সন্ধ্যা অবধি সেই ধরনা চলার কথা। সূত্রের খবর, রাজ্যের একাধিক দফতরের মন্ত্রী, দলের সাংগঠনিক নেতৃত্ব সেখানে হাজির থাকবেন। তবে, ধর্নায় বসেও প্রশাসনিক কাজে খামতি রাখবেন না মুখ্যমন্ত্রী। তাঁর জন্য তৈরি হয়েছে একটি অস্থায়ী অফিসও। সেই অফিস নির্মাণে পুলিশি নজরদারি রয়েছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকস্তরেও এই ধরনা কর্মসূচি গ্রহণ করার কথা বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মঞ্চে বসবেন রেড রোডের দিকে মুখ করে। রেড রোডের উভয় প্রান্তেই ব্যারিকেড করা হয়েছে। অন্যদিকে ছাত্র-যুব সমাবেশকে কার্যত ২১ জুলাইয়ের প্রস্তুতি হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের সর্বত্র এই সমাবেশ নিয়ে নেতারা মিটিং করেছেন। দলীয় সূত্রে দাবি রেকর্ড সংখ্যক ছাত্র-যুব জমায়েত হবে এই সমাবেশে।

আরও পড়ুন-

মঙ্গলবার ভারতে জ্বালানির দামে ওঠানামা কতদূর? দেখে নিন কলকাতা সহ সব শহরের আপডেট
Weather News: বৃষ্টিভেজা আবহাওয়ায় রাতের তাপমাত্রায় পতন, বঙ্গে বর্ষণ কমবে কবে?
 এবার কি ভাঙন ধরছে দীপিকা-রণবীরের সম্পর্কের অন্দরে? ‘ডিভোর্স’-এর খবর নিয়ে আশঙ্কায় ভক্তরা

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ