Kolkata Metro: কালো রঙ দিয়ে মেট্রোর দরজা বিকৃতির অভিযোগ, ভাইরাল যুবকের কুকীর্তির ভিডিয়ো

Published : Jul 24, 2025, 07:07 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Kolkata Metro: মেট্রোয় এক যাত্রীর কাণ্ডে তোলপাড় গোটা মেট্রোরেল। যাত্রীর খোঁজে লালবাজারের দ্বারস্থ কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।  জানুন বিশদে… 

Kolkata Metro: একেই মেট্রো নিয়ে ভোগান্তির শেষ নেই! তার উপর এবা প্রকাশ্যে এলো মেট্রোর ভিতরে এক চরম ঘটনা যা ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে যাত্রী নিরাপত্তা নিয়ে। কী এমন ঘটল মেট্রোয়? মেট্রো রেল সূত্রে খবর, সম্প্রতি একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক যাত্রী মেট্রোর ভিতরে দরজায় কালো রঙের স্প্রে দিয়ে হিজিবিজি দাগ কাটছেন। (যদিও ওই ভইডিয়োর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)।

এদিকে নানা কারণে প্রায়শই শিরোনামে আসে কলকাতা মেট্রো। তা ইতিবাচক হোক বা নেতিবাচক। অফিস টাইমে আত্মহত্যার কারণে ভোগান্তি হোক কিংবা মেট্রো রেলের সম্প্রসারণের কাজ- আলোচনায় কলকাতা মেট্রো থাকেই। তবে এবারের কারণটা সবকিছু ছাপিয়ে গিয়েছে। কী এমন হল যে মেট্রোর দরজায় কালো রঙের স্প্রে করছিলেন এক যাত্রী। সিসি ক্যামেরা ফুটেজ চেক করতে গিয়ে এই ভিডিও সামনে এসেছে মেট্রো কর্তৃপক্ষের । যাত্রীর এমন আচরণ কেন তা নিয়ে ধন্ধে মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীর খোঁজে নজরদারি চলছে বিভিন্ন স্টেশনে এক্ষেত্রে কলকাতা পুলিশেও সাহায্য নেওয়া হচ্ছে তেমনটাই সূত্রের খবর । মেট্রো সূত্রের খবর ব্লু লাইনেই সন্ধ্যে বা রাতের দিকে এই ঘটনা ঘটেছে।

মেট্রোর রেক বিকৃতিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। 

সম্প্রতি ব্লু লাইন চলাচলকারী একটি মেট্রো রেক (MR-409)-এর কোচ নম্বর 4036-এর দরজা নম্বর 5-ও এক যাত্রী কালো স্প্রে পেন্ট দিয়ে বিকৃত করেছে। এই কাজটি কোচের সৌন্দর্য নষ্ট করেছে। সংশ্লিষ্ট কোচের সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা গিয়েছে, এক পুরুষ যাত্রী এই কাণ্ডটি ঘটিয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

কলকাতা মেট্রো রেলওয়ে দ্রুত ও নির্বিঘ্ন পরিষেবা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যা সকল যাত্রীর সহযোগিতার মাধ্যমে সম্ভব। কলকাতা মেট্রো শহরের গর্ব, কিন্তু এই ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র মেট্রোর ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে না, মেট্রোপ্রেমী নাগরিকদের আবেগেও আঘাত করে। 

মেট্রো কর্তৃপক্ষ সমস্ত যাত্রীকে অনুরোধ করছে, যেন কেউ এমন ধরনের কাজ না করেন। এবং মেট্রো চত্বরে এই ধরণের আচরণ থেকে বিরত থাকেন। রেক এবং স্টেশনে বসানো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এই ধরনের ঘটনা সহজেই ধরা পড়ে এবং দোষীদের শনাক্ত করা যায়। এই ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সমস্ত মেট্রো ব্যবহারকারীদের কাছে আবেদন, মেট্রো কর্তৃপক্ষকে সহযোগিতা করুন এবং কেউ যদি এই ধরনের কাজ করেন, তাহলে তাকে বাধা দিন বলেও জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এই ব্যাপারে অভিযুক্ত  ব্যক্তিকে ধরতে লালবাজারের সাহায্য়ও চেয়েছে মেট্রো কর্তৃপক্ষ। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের