শান্তিনিকেতনের কলা ভবনে সেখানেই দীর্ঘ দিন শিক্ষকতা করেছেন তিনি। সেখানকার গ্রাফিক্স বিভাগের প্রিন্সিপাল ছিলেন তিনি। শান্তিনিকেতনের শিল্প-শিক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বদল এনেছিলেন তিনি।
শিল্প জগতে আরও এক নক্ষত্র পতন। ৮৮ বছর বয়সে প্রয়াত শিল্পী সনৎ কর। রবিবার রাত পৌনে তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর দীর্ঘ শিক্ষকতার জীবনে শয় শয় ছাত্র তৈরি করেছেন তিনি। ভারতীয় শিল্পকলায় তাঁর অবদান অনস্বীকার্য। ১৯৩৫ সালে জন্ম হয় সনৎ করের। ছোট থেকেই শিল্পের প্রতি টান ছিল তাঁর। পরবর্তীকালে কলকাতার সরকারি আর্ট কলেজে চলে লেখাপড়া। পরবর্তীকালে কর্ম জীবন কাটে শান্তিনিকেতনের কলা ভবনে সেখানেই দীর্ঘ দিন শিক্ষকতা করেছেন তিনি। সেখানকার গ্রাফিক্স বিভাগের প্রিন্সিপাল ছিলেন তিনি। শান্তিনিকেতনের শিল্প-শিক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বদল এনেছিলেন তিনি।
১৯৯৫ সালে শিক্ষকতা থেকে অবসর নেন। কিন্তু কাজ থামেনি। জীবনের শেষ দিন পর্যন্ত নিত্যনতুন ভাবনার রসদ জুগিয়ে গিয়েছেন তিনি। ভারতে গ্রাফিক প্রিন্টিংয়ের কাজে একাধিক গুরুত্বপূর্ণ বদল এনেছেন শিল্পী। 'সোসাইটি অফ কনটেম্পোরারি আর্ট'-এর সঙ্গে যুক্ত ছিলেন শিস্লপী সনৎ কর। তাঁর দীর্ঘ অর্ধশতাব্দীর দীর্ঘ শিল্পচর্চা ভারতীয় শিল্পের ইতিহাসের সম্পদ। শিল্পীর প্রয়াণে শোকের ছায়া শিল্পজগতে।
আরও পড়ুন -
বছরের প্রথম সপ্তাহেও পরিবর্তন নেই জ্বালানির দামে, জানুন আজ কলকাতায় কত হল পেট্রল ডিজেলের দাম
মানবিকতার নজির ক্যান্সার আক্রান্তদের কথা ভেবে স্ব-ইচ্ছায় চুল দান করলেন শিক্ষিকা
ঘন কুয়াশায় ঢাকল রাজধানী, দিল্লী বিমান বন্দর থেকে দেরিতে উড়বে একাধিক বিমান