মেসি-কাণ্ডে টাকা ফেরত পাবেন দর্শকরা? জানুন কী কী উদ্যোগ নিয়েছে SIT

Published : Jan 02, 2026, 09:06 AM IST

 কলকাতা সফরে এসেছিলেন লিওনেল মেসি। কিন্তু তাঁর সফর ঘিরে উত্তাল হয়ে উঠেছিল যুবভারতী ক্রীড়াঙ্গন। তাঁকে ঘিরে থাকা অতিথি দর্শকদের ভিড়ে অনেক দর্শকরাই উত্তেজিত হয়ে পড়ে

PREV
15
মেসি কাণ্ডে বড় উদ্যোগ

কলকাতা সফরে এসেছিলেন লিওনেল মেসি। কিন্তু তাঁর সফর ঘিরে উত্তাল হয়ে উঠেছিল যুবভারতী ক্রীড়াঙ্গন। তাঁকে ঘিরে থাকা অতিথি দর্শকদের ভিড়ে অনেক দর্শকরাই উত্তেজিত হয়ে পড়ে। তুমুল ভাঙচুর চালায় যুবভারতীয় ক্রীড়াঙ্গনে। মেসিকে সামনাসামনি দেখতে না পাওয়ায় দর্শকদের ক্ষোভ তুমুল।

25
হাজার হাজার টাকা দিয়ে টিকিট

মেসিকে দেখার জন্য হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন দর্শকরা। কেউ ৫০০০ টাকা তো কেউ ১০ হাজার টাকার টিকিট কেটেছিলেন। কিন্তু মেসিকে চোখের সামনে থেকে দেখতে না পাওয়ার দুঃখ বা অভিমান তাদের এখনও রয়েছে। এবার সেই দর্শকদের ক্ষতে প্রলেপ দিতে পারে বিশেষ তদন্তকারী দল SIT।

35
টিকিটের টাকা ফিরত!

সূত্রের খবর দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার জন্য এবার আদালতের দ্বারস্থ হয়েছে SIT। ইতিমধ্যেই এই বিষয়ে কিছু দর্শকদের সঙ্গে কথা বলছেন সিটের তদন্তকারী অফিসাররা। যে সংস্থার মাধ্যমে অনলাইনে টিকিট বিক্রি করা হয়েছে সেই সংস্থার আধিকারিকদের সঙ্গেও কথা বলেছে সিট।

45
হাতে তথ্য

সূত্রের খবর ইতিমধ্যেই টিকিট বিক্রি সংক্রান্ত কিছু তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। এবার সেই তথ্যের ভিত্তিতেই দর্শকদের টাকা ফিরত দিতে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও ভাবছে SIT-এর আধিকারিকরা।

55
মূল উদ্যোক্তা জেলে

ফুলবল তারকা মেসিকে দেখার জন্য দর্শকরা মোটা টাকার টিকিট কেটেছিলেন। কিন্তু মেসিকে তারা ঠিকমতো দেখতেই পাননি। সেই ক্রোধ আছড়ে পড়ে যুবভারতীতে। চলে ভাঙচুর,তাণ্ডব। ওই বিশৃঙ্খলার পরে গ্রেফতার হন মেসি আয়োজক শতদ্রু দত্ত। তাঁকে ইতিমধ্যেই বেশ কয়েক দফা জেরা করেছেন তদন্তকারীরা। বর্তমানে তিনি জেলে রয়েছেন।

Read more Photos on
click me!

Recommended Stories