- Home
- West Bengal
- West Bengal News
- ঠান্ডায় কালিম্পং-কে টেক্কা বাঁকুড়ার, ২০২৫ এর শেষ দিন আর ২০২৬ -এর প্রথম দিন কেমন থাকবে আবহাওয়া
ঠান্ডায় কালিম্পং-কে টেক্কা বাঁকুড়ার, ২০২৫ এর শেষ দিন আর ২০২৬ -এর প্রথম দিন কেমন থাকবে আবহাওয়া
শীতে উত্তরবঙ্গকে টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের তাপমাত্রা আগামী তিন দিনে ধীরে ধীরে নামতে পারে বলে পূর্বাভাস। আর দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী ৩ দিন তেমন কোনও পরিবর্তন হবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

বছর শেষের আবহাওয়া
আগামিকাল বছরের শেষ দিন। গোটা দেশের সঙ্গে রাজ্যেও উৎসবের মেজাজ। কিন্তু সেই উৎসবের দিন কেমন থাকবে আবহাওয়া। তাই নিয়ে জল্পনা তুঙ্গে। কারণ গত ১০ দিনে বারবার পরিবর্তন হয়েছে আবহওয়া। যদিও চলতি বছর লম্বা স্পেলের সাক্ষী রয়েছে গোটা রাজ্য।
কলকাতার আবহাওয়া
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস. সর্বোচ্চ তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৫.৪ ডিগ্রি। অর্থাৎ চলতি বছরের শীতলতম দিন। তাপমাত্রার পারদ নিম্নগামী হওয়ায় বারবারই পরিবর্তন হচ্ছে রাজ্যের শীতলতম দিন।
৩১ ডিসেম্বরের আবহাওয়ার পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামিকাল কলকাতার তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রির আশেপাশে। বর্তমানে দিনের তাপমাত্রা প্রচুর পরিমাণে নেমে যাচ্ছে। রাতের তাপমাত্রার পতন তুলনামূলকভাবে অনেকটাই কম। সকালের দিকে মেঘলা আকাশ আর হুহু করে বইছে কনকনে ঠান্ডা হাওয়া।
আগামিকালের পূর্বাভাস
আগামিকাল দক্ষিণবঙ্গের শীতলতম স্থান হতে পারে পুরুলিয়া। তাপমাত্রা হতে পারে ৭ ডিগ্রির আশেপাশে। শ্রীনিকেতন আসানসোলের তাপমাত্রা থাকবে ৯ ডিগ্রির আশেপাশে। বাঁকুড়ায় ১০ ডিগ্রি।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের শীলততম স্থান দার্জিলিং। তাপমাত্রা ৪ ডিগ্রির আশেপাশে। আলপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী কালিম্পং-এর তাপমাত্রা ১০ ডিগ্রি, শিলিগুড়ি জলপাইগুড়ির তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে থাকবে।
দুই বঙ্গের তুলনা
আলিপুর হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের তাপমাত্রা উত্তরবঙ্গের থেকে নিম্নগামী। কারণ কালিম্পং-এর তুলনায় শ্রীনিকেতন বা বাঁকুড়ার তাপমাত্রা অনেকটাই কম। যার অর্থ এবার শীতে উত্তরবঙ্গকে টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের তাপমাত্রা আগামী তিন দিনে ধীরে ধীরে নামতে পারে বলে পূর্বাভাস। আর দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী ৩ দিন তেমন কোনও পরিবর্তন হবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

