Kolkata Metro: সপ্তাহের প্রথম দিন সোমবারই কমছে মেট্রো সংখ্যা। বাড়ি থেকে বেরনোর আগে এক নজরে দেখে নিন কোন কোন লাইনে মেট্রো সংখ্যা (Kolkata Metro) কম থাকছে ওই দিন। মেট্রোরেল সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ সোমবার ইদ উল-ফিতর উপলক্ষে বেশিরভাগ অফিসকাছারি বন্ধ
Kolkata Metro: সপ্তাহের প্রথম দিন সোমবারই কমছে মেট্রো সংখ্যা। বাড়ি থেকে বেরনোর আগে এক নজরে দেখে নিন কোন কোন লাইনে মেট্রো সংখ্যা (Kolkata Metro) কম থাকছে ওই দিন। মেট্রোরেল সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ সোমবার ইদ উল-ফিতর উপলক্ষে বেশিরভাগ অফিসকাছারি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ওই দিন মেট্রো পরিষেবায় কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
মেট্রোরেল সূত্রে খবর, সোমবার ইদ উপলক্ষে ব্লু লাইনে অর্থাৎ নোয়াপাড়া থেকে কবি সুভাষ রুটে চলবে মোট ২৩৬টি মেট্রো। সপ্তাহের অন্যান্য দিন এই রুটে মোট ২৬২টি মেট্রো চলে। তবে সোমবার ইদের ছুটি থাকায় যাত্রী সংখ্যা স্বাভাবিক ভাবেই কমবে মেট্রোতে। তাই আগেভাগেই এদিন কম মেট্রো (Blue Line Metro) চালানোর সিদ্ধান্তের কথা জানিয়ে একটি নোটিস জারি করেছে Kolkata Metrol Rail কর্তৃপক্ষ।
আরও জানা গিয়েছে, সোমবার ব্লু লাইনে (Kolkata Metro Blue Line) আপে ১১৮ টি ও ডাউনে ১১৮ টি মেট্রো চলবে। তবে যাত্রীদের জন্য সব থেকে ভালো খবর হল, সোমবার দিনের প্রথম ও শেষ মেট্রোর সময়সূচির কোনও পরিবর্তন হচ্ছে না। ইদের দিন গ্রিন (Green Line Metro) লাইনে অর্থাৎ শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ ( Sealdah Sec V Metro) রুটে মেট্রো চলবে ৯০টি। আপে ৪৫টি ও ডাউনে চলবে ৪৫টি মেট্রো।
মেট্রো রেলের তরফে প্রকাশিত নোটিসে আরও জানানো হয়েছে যে, ইদের দিন অন্যান্য দিনের মতই প্রথম মেট্রো নোয়াপাড়া থেকে ছেড়ে আসবে ৬টা ৫০ মিনিটে। একইভাবে কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। অন্যদিকে ৬টা ৫৫ মিনিটে ছাড়বে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো। আবার ৬টা ৫৫ মিনিটে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টার সময়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে। জানা গিয়েছে, কবি সুভাষ-দমদমের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। জানা গিয়েছে, কবি সুভাষ-দমদমের নাইট স্পেশাল মেট্রো চলবে প্রতিদিনের মতই।
গ্রিন লাইনে মোট ৯০টি মেট্রো চলবে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ রুটে প্রথম মেট্রো চলবে সকাল ৬টা ৫৫ মিনিটে। এদিন ২০ মিনিট অন্তর অন্তর চলবে মেট্রো। জানা গিয়েছে, সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ রুটে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫ মিনিটে। রাত ৯টা ৩৫ মিনিটে শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভে শেষ ছাড়বে। আবার ৯টা ৪০ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটের শেষ মেট্রো ছাড়বে ( Sealdah Last Metro News)।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।