SSC Scam 2016: 'যোগ্য' চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভে উত্তাল বিকাশ ভবন চত্বর, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে ভাঙল ব্যারিকেড

Published : May 15, 2025, 03:13 PM IST

WB SSC Scam 2016 Update News: হকের চাকরি ফেরতের দাবিতে বৃহস্পতিবার সল্টলেকে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি।       

PREV
110
'যোগ্য' চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান

টানা অবস্থানের পর এ বার সাত দফা দাবিতে বিকাশ ভবন ঘেরাও অভিযান চাকরিহারারাদের। কোন‌ও পরীক্ষা নয়, সরকারকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সসম্মানে চাকরি ফেরানোর দাবি চাকরিহারারা শিক্ষকদের। বৃহস্পতিবার দুপুরে চাকরিহারারাদের বিক্ষোভ ঘিরে বিকাশ ভবনের সামনে উত্তপ্ত পরিস্থিতি। মেন গেট ভেঙে ভিতরে ঢুকে পড়লেন চাকরিহারাদের একাংশ। পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন তাঁরা।

210
চাকরিহারাদের বিক্ষোভে উত্তাল সল্টলেক চত্বর

এসএসসি ২০১৬ প্যানেলের যোগ্য চাকরিহারাদের পক্ষে শিক্ষক-শিক্ষিকারা শিক্ষা কর্মীরা বিকাশ ভবনের সামনে লাগাতার শান্তিপূর্ণ অবস্থান আন্দোলনের ৯তম দিন। আরও জোড়ালো করলো তাঁদের আন্দোলন। বৃহস্পতিবার  বিকাশ ভবনের পিছনের গেট হয়ে ভেতরে ঢোকার চেষ্টা চাকরিহারাদের। পুলিশের বাধা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিহারাদের।

310
বিকাশ ভবন চত্বরে উত্তেজনা আন্দোলনকারীদের

বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের’ সদস্যেরা। সেইমতো বেলা বাড়তে না বাড়তেই বিকাশ ভবনের সামনে জড়ো হন শয়ে শয়ে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মী। ক্রমেই উত্তেজনা বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে মোকতায়েন রয়েছে প্রচুর পুলিশ। ব্য়ারিকেড দেওয়া হয়েছে রাস্তায়।

410
গেট ভেঙে ভিতরে চাকরিহারা শিক্ষকরা

এদিন পুলিশের সঙ্গে চাকরিহারাদের ধস্তাধস্তির এক পর্যায়ে রীতিমত মূল ফটক ভেঙে ভিতরে ঢুকে পড়েন শিক্ষকরা। পরিস্থিতি সামাল দিতে গেলে চাকরিহারারা শিক্ষকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পুলিশ আধিকারিকরা। ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। 

510
সসম্মানে চাকরি ফেরতের দাবি বিক্ষোভকারী শিক্ষকদের

সরকারকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সসম্মানে চাকরি ফেরানোর দাবি চাকরিহারারা শিক্ষকদের। বৃহস্পতিবার দুপুরে চাকরিহারারাদের বিক্ষোভ ঘিরে বিকাশ ভবনের সামনে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মেন গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন চাকরিহারাদের একাংশ। পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা।

610
চাকরি হাারিয়ে কাটছে অনিশ্চয়তায় দিন

চাকরি হারিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় দিন কাটছে হাজার হাজার শিক্ষক-শিক্ষিকাদের। চাকরিহারা অশিক্ষককর্মীদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। তাঁদের বেতনের ব্যাপারে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

710
চাকরিহারা অশিক্ষক কর্মীদের পাশে রাজ্য সরকার

চাকরিহারা অশিক্ষককর্মীদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। গ্রুপ সি ও ডি কর্মীদের ভাতা দেওয়ার ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন থেকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। 

810
চাকরি ফেরানোর কোনও স্পষ্ট পদক্ষেপ নেই রাজ্যের!

 চাকরি ফেরানোর কোনও স্পষ্ট পদক্ষেপ নেই বলেই অভিযোগ আন্দোলনকারীদের। প্রতিশ্রুতি হচ্ছে না ফলপ্রসূ। তাই কার্যত বাধ্য হয়েই বিকাশ ভবন ঘেরাও করে তাঁরা জানিয়ে দিলেন—দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন তাঁরা। 

910
তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভের অভিযোগ

বৃহস্পতিবার যোগ্য চাকরিহারাদের বিক্ষোভ ঘিরে রীতিমত উত্তপ্ত হয়ে ওঠে সল্টলেকের বিকাশ ভবন চত্বর। সল্টলেকে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের মারধরের অভিযোগ তৃণমূল সব্যসাচী দত্তর অনুগামীদের বিরুদ্ধে। 

1010
তৃণমূল নেতাকে স্লোগান আন্দোলনকারীদের

এদিন বিকাশ ভবনের মেইন গেট কার্যত ভেঙে ফেলে বিকাশ ভবনে ঢুকে পড়ে আন্দোলনকারী চাকরিহারারা। সেই সময় ঘটনাস্থলে ছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তাঁকে ঘিরেও স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। 

Read more Photos on
click me!

Recommended Stories