Ahiritola body: পিসি-শাশুড়ি খুনে অভিযুক্ত ফাল্গুনীর চরিত্র কেমন? জানালেন তাঁর স্বামী

Published : Mar 01, 2025, 05:39 PM IST

পিসি শাশুড়ি হত্যাকাণ্ড মামলায় নয়া মোড়। এবার মুখ খুললেন মূল অভিযুক্ত ফাল্গুনী ঘোষের স্বামী। 

PREV
110
পিসি শাশুড়ি হত্যাকাণ্ড মামলা

পিসি শাশুড়ি হত্যাকাণ্ড মামলায় নয়া মোড়। এবার মুখ খুললেন মূল অভিযুক্ত ফাল্গুনী ঘোষের স্বামী।

210
স্বামীর বয়ান

ফাল্গুনী ঘোষের স্বামী জানিয়েছেন, তাঁদের আলাপ একটি ম্যাট্রিমনি ওয়েবসাইটে। তারপর দুই পরিবারের সম্পত্তিতেই বিয়ে।

310
খুনের ঘটনায় অবাক

ফাল্গুনী তাঁর পিসিকে খুন করেছেন- এই ঘটনা জানার পর থেকেই তিনি রীতিমত অবাক হয়েছে। পাশাপাশি কঠোর শাস্তিরও দাবি জানিয়েছেন তিনি।

410
ফাল্গুনীর ছোটবেলা

ফাল্গুনী ছোটবেলায় তাঁর বাবাকে হারায়। তারপর খুব কষ্ট করেই উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশুনা করে।

510
টিউশনের টাকায় পড়াশুনা

ফাল্গুনী টিউশন করে নিজের পড়ার খচর আর সংসার খরচ জোগাড় করত। কোনও মত মা আর মেয়ের সংসার চলত।

610
আলাদা থাকার কারণ

ফাল্গুনীর স্বামী শুভঙ্কর জানিয়েছেন, পরিবারের সম্মত্তিতেই তাঁরা বিয়ে করেন। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের মধ্যে অশান্তি শুরু হয়।

710
আলাদা থাকা

শুভঙ্কর আরও জানিয়েছেন, ফাল্গুনীকে নিয়ে কলকাতায় চলে আসেন। কিন্তু তাদের বাড়িতে আসল ফাল্গুনীর 'পুরুষ বন্ধুরা'।

810
পুরুষ বন্ধুদের সঙ্গে আচরণ

শুভঙ্কর আরও জানিয়েছেন, পুরুষ বন্ধুদের সঙ্গে অশালীন আচরণ করত ফাল্গুনী। অশানীল কথাবার্তা বলত। ধূমপান আর মদ্যপানও করত।

910
তিন বছর আগে বিচ্ছেদ

তিন বছর আগে ফাল্গুনী বিবাহবিচ্ছেদের মামলা করে। খোরপোশও চায়। কিন্তু মামলার নিষ্পত্তি হয়নি। তারা এখনও খাতায় কলমে স্বামী-স্ত্রী।

1010
ফ্ল্যাটের জন্য খুন

শুভঙ্করের দাবি, ফ্ল্যাট কেনার চেষ্টা করছিল ফাল্গুনী। ফ্ল্যাটের টাকার জন্য পিসিশাশুড়ির গয়না এবং নগদ টাকার হাতানোর চেষ্টা করছিল বলেই অভিযোগ শুভঙ্করের। তবে পিসিকে খুন করতে পারে ফাল্গুনী, তা ভাবতে পারেননি তার স্বামী। এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত তিনি।

click me!

Recommended Stories