DA নিয়ে ভোটের আগে ‘সাঁড়াশি চাপে’ নবান্ন! ৩টি দাবি নিয়ে আন্দোলনে নামছেন সরকারি কর্মীরা

Published : Jan 25, 2026, 05:48 PM IST

বিধানসভা নির্বাচনের আগে বেশ চাপে রাজ্য সরকার। ভোটমুখী রাজ্যে ফের নিজেদের দাবি নিয়ে সুর চড়াতে আসরে নামবেন সরকারি কর্মীরা। বকেয়া ডিএ, বেতন কমিশন, শূন্যপদে নিয়োগ সহ একাধিক দাবিতে রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে চলেছে রাজ্য সরকারি কর্মীরা। নজরে ২৭ জানুয়ারি।

PREV
15

ডিএ, নিয়োগ সহ একাধিক ইস্যুতে রাস্তায় নামছে যৌথ মঞ্চ

আগামী ২৭ জানুয়ারি বকেয়া মহার্ঘ ভাতা এবং স্বচ্ছ নিয়োগ সহ গুচ্ছ গুচ্ছ দাবি নিয়ে বৃহত্তর কর্মসূচীর ডাক দিয়েছে ‘সংগ্রামী যৌথ মঞ্চ’। ২৭ তারিখ শহিদ মিনার ময়দানে লাগাতার অবস্থানের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক বিশাল মহাসমাবেশের আয়োজন করা হয়েছে যৌথ মঞ্চের তরফে। সকলে মিলে একযোগে নিজেদের দাবি আদায়ে সোচ্চার হবেন রাজ্য সরকারের বিরুদ্ধে।

25

কেন্দ্রীয় হারে ডিএ, শূন্যপদে স্থায়ী নিয়োগ, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, বদলি নীতি সহ একাধিক দাবিতে আওয়াজ তুলবেন সরকারি কর্মী ও চাকরিপ্রার্থীরা। ২৭ জানুয়ারি দুপুর ১২টায় শহিদ মিনারের এই সমাবেশে সকল স্তরের মানুষকে যোগদান করার জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং অনিরুদ্ধ ভট্টাচার্য।

35

কেবল ডিএ নয়, একাধিক দাবি নিয়ে ‘সংগ্রামী যৌথ মঞ্চ’ এবং ‘চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ’ এই সমাবেশ করতে চলেছে। উল্লেখ্য, কিছুদিন আগে ন্যায্য ও সংশোধিত বেতন সুবিধা, ডিএ, সপ্তম বেতন কমিশন গঠন, শূন্যপদ গঠন ইত্যাদি বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করে চিঠি দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্যের নয়া মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকেও চিঠি দেওয়া হয়েছিল যৌথ মঞ্চের তরফে।

45

রাজ্যপালকে চিঠি দিয়ে সংগঠনের তরফে ভাস্কর ঘোষ জানিয়েছিলেন, তারা কথা-বার্তা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান। কিন্তু সরকার ২৭শে জানুয়ারির সমাবেশের পরেও কোনো ইতিবাচক পদক্ষেপ না নিলে ফেব্রুয়ারিতে হবে নবান্ন অভিযান।

55

তারপরও দাবি না মানা হলে রাজ্যজুড়ে সমস্ত সরকারি ক্ষেত্রে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেইমতোই এবার নিজেদের দাবি-দাওয়া তুলে সরব হচ্ছেন তারা। ভোটের আগে এই পদক্ষেপে সরকারের চাপ বাড়ছে বলেই মনে করছে ওয়াকিবহালমহল।

Read more Photos on
click me!

Recommended Stories