- Home
- West Bengal
- Kolkata
- WB 7th Pay Commission: সপ্তম বেতন কমিশন গঠন হলেও এক পয়সা বাড়বে না কর্মীদের! দেখুন হিসেব
WB 7th Pay Commission: সপ্তম বেতন কমিশন গঠন হলেও এক পয়সা বাড়বে না কর্মীদের! দেখুন হিসেব
সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসে বাংলায় বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটের আগে আসন্ন রাজ্য বাজেটে কি নয়া বেতন কমিশনের ঘোষণা করা হবে? তবে হিসেব বলছে সপ্তম বেতন কমিশন গঠন হলেও এক পয়সা বাড়বে না কর্মীদের! মিলিয়ে নিন হিসেব

সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসে বাংলায় বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটের আগে আসন্ন রাজ্য বাজেটে কি নয়া বেতন কমিশনের ঘোষণা করা হবে? সেই সময় আরও একদফায় বাড়ানো হতে পারে মহার্ঘ ভাতাও! কী হতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের ভাগ্যে?
তবে হিসেব বলছে সপ্তম বেতন কমিশন গঠন হলেও এক পয়সা বাড়বে না কর্মীদের! মিলিয়ে নিন হিসেব। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কর্মচারীদের একাংশের ধারণা, নয়া বেতন কমিশনের ঘোষণা করে দেওয়া হতে পারে এবারের রাজ্য বাজেটেই।
রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের ধারণা, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মন পাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন বাজেটে (ভোট-অন-অ্যাকাউন্ট) নয়া বেতন কমিশনের ঘোষণা করে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আরও এক কিস্তির মহার্ঘ ভাতারও (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) ঘোষণা করতে পারে বলে মনে করছেন অনেকে। তবে নয়া বেতন বেতন কমিশন গঠন করা হলেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের কোনও লাভ হবে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা।
তাঁদের ধারণা, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছে। তাঁদের অষ্টম বেতন কমিশনের ঘোষণা হয়ে গিয়েছে। সেখানে পশ্চিমবঙ্গে নয়া বেতন কমিশনের ঘোষণাই করা হয়নি। এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পড়ে আছেন রাজ্য সরকারি কর্মচারীরা।
কর্মীদের দাবি ষষ্ঠ বেতন কমিশনের আওতায় তাঁদের মোট ১৮ শতাংশ ডিএ দেওয়া হচ্ছে। সেই আবহে পশ্চিমবঙ্গ সরকার নয়া বেতন কমিশন (সপ্তম বেতন কমিশন) গঠন করলেও লাভের লাভ কিছুই হবে না।
আগামী ২৭ জানুয়ারি 'সবাই শহিদ মিনার' এবং মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আর সেই মহা সমাবেশে যে কয়েকটা দাবি তোলা হয়েছে, তার মধ্যে অন্যতম হল ‘এআইসিপিআই (সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী) অনুযায়ী সকল বকেয়া-সহ কেন্দ্রীয় হারে ডিএ প্রদান এবং স্থায়ী আদেশনামা জারি (করতে হবে)।’
মহা সমাবেশের পরপরই রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হবে। সেখান থেকেই হয়তো এক কিস্তির ডিএ ঘোষণা করে দেওয়া হতে পারে। সেইসঙ্গে নয়া বেতন কমিশনের ঘোষণা করে দেওয়া হলেও তাঁরা তাতে অবাক হবেন না বলে দাবি করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ।

