এসআইআর-ভোটার শুনানি নিয়ে অসন্তোষের অভিযোগ, কমিশনে নালিশ তৃণমূলের প্রতিনিধি দলের

Published : Dec 28, 2025, 08:25 AM IST

TMC On WB CEO Issues: শনিবার থেকে বাংলার এসআইআর সংক্রান্ত ভোটার শুনানি শুরু হলেও দিকে দিকে অভিযোগে বিদ্ধ নির্বাচন কমিশন। শুধু তাই নয়, রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে একগুচ্ছ অভিযোগ তুলে চিঠি তৃণমূলের প্রতিনিধি দলের। বিশদে জানুন…

PREV
15
অভিযোগে বিদ্ধ রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক

রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে এসআইআর-ভোটার শুনানি। শনিবার থেকে শুরু হওয়া এই কাজের প্রথম দিনেই বিভিন্ন প্রান্তে উঠল বিক্ষিপ্ত অভিযোগ। ভোটার শুনানিতে হয়রানির অভিযোগ তুলে সরব রাজ্যের শাসক শিবির তথা তৃণমূল কংগ্রেস। কমিশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে সরব তৃণমূলের নেতা-মন্ত্রীরা। কী অভিযোগ করেছেন তারা? জানা গিয়েছে, SIR শুনানির দিন সিইও দফতরে যান তৃণমূলের প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের কোনও পরিকল্পনা নেই বলে অভিযোগ তুলে সরব হন তারা। একই সঙ্গে  ইলেকশন কমিশনকে ‘বিজেপির হাতের পুতুল’ পুতুল বলে তোপ রাজ্যের অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের

25
কী অভিযোগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য?

এসআইআর-ভোটার শুনানি সংক্রান্ত একাধিক অভিযোগ জানিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন-''গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য সব কিছু করতে হবে। বাংলার ক্ষেত্রে হচ্ছে না। অন্য রাজ্যের ক্ষেত্রে এক এক রকম কাজ করা হচ্ছে। কিন্তু বাংলার ক্ষেত্রে তার বিপরীত কাজ করা হচ্ছে। আমরা পাঁচজন এসে চিঠি দিয়ে এসেছি। (ASDD) - Absent Shifted Death Duplicate- ERO নেট থেকে নিচ্ছে। ২ কোটি তাড়িয়ে দিতে হবে এটা কি লক্ষ রেখেছে কেন্দ্র? আমরা তার বিরুদ্ধে গর্জে উঠেছি। ERO এর ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে।'' 

35
অরূপ বিশ্বাস কী বললেন?

ভোটার তালিকার নিবিড় সমীক্ষা-শুনানি নিয়ে অরূপ বিশ্বাস বলেন-''আমরা দেখতে পারছি কেন্দ্রীয় সরকার ভোটারদের বাদ দেওয়ার পরিকল্পনা করছে। কি কি কারণে ৫৫ লক্ষের নাম বাদ গেল বাংলা থেকে তার প্রমাণ ওয়েবসাইটে কেন দেওয়া হল না? জীবিত মানুষদের মৃত দেখানো হচ্ছে। জনপ্রতিনিধি আর কাউন্সিলর তাঁদের মৃত দেখানো হচ্ছে। ফর্ম ৬ কিভাবে ফিল আপ করা হবে? কোথায় জমা দেবো? বিজেপি যা টার্গেট বেঁধে দিচ্ছে তাই করছে ইলেকশন কমিশন।

45
কমিশনের ভূমিকা নিয়ে সরব মানস ভুঁইয়া

‘’হাজার হাজার তথ্য আসছে খুব বাজে ভাবে তাঁদের নাম কেটে নেওয়া হচ্ছে। ইলেকশন কমিশনের নামে কি চলছে? বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে এইসব চলছে? ৪১টা নির্বাচন দেখেছি। কিন্তু এইরকম নির্বাচন দেখিনি।''

55
কমিশনের কাছে লিখিত জবাবের দাবি তৃণমূলের

১৭ তারিখ থেকে হিয়ারিং করার কথা ছিল। ২৩ তারিখ ছিল। শেষমেষ শনিবার থেকে শুরু হল হিয়ারিং। SIR এর নামে ইনক্লুসিভ টাকে বাদ দেওয়া হচ্ছে। ফর্ম ৬ , ৭ , ৮ , ৯ যাই হোক এইগুলো কোথায় জমা দেবেন অ্যাপ দিয়েছেন। সেখানে এরর থাকছে সব সময়। লক্ষ্য কি? বাদ দেবেন এইটাই লক্ষ্য? এই কথাগুলো আমরা ৫জনই বলেছি। সব শুনে সিইও বলছেন - ‘’তিনি eci এর কাছে যে চিঠি আমরা দিয়েছি সেইগুলো আর আমাদের দাবি গুলো জানাবেন''। আশা করব eci সাধারণ ভোটারের স্বার্থে এই বিষয়গুলো দেখবেন। 

Read more Photos on
click me!

Recommended Stories