নবান্নের নয়া তালিকা, জানুয়ারি মাসে কমে গেল সরকারি কর্মীদের ছুটি! কোন কোন দিন ছুটি পাবেন না তাঁরা?

বছরের প্রথম মাসেই খারাপ খবর রয়েছে সরকরি কর্মীদের জন্য। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের তরফ থেকে ছুটির দিনের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই জানা যাচ্ছে, বছরের প্রথম মাসেই ছুটি মার যেতে চলেছে কর্মীদের! কবে ছুটি পাবেন না তাঁরা! জেনে নিন

Parna Sengupta | Published : Jan 1, 2025 10:26 AM
114
জানুয়ারি মাসে কমে গেল সরকারি কর্মীদের ছুটি

২০২৫ সালকে স্বাগত জানানোর জন্য অনেকেই জমিয়ে প্ল্যান করে ফেলেছেন।

214
জানুয়ারি মাসে কমে গেল সরকারি কর্মীদের ছুটি

তবে বছরের প্রথম মাসেই কিছুটা খারাপ খবর রয়েছে সরকরি কর্মীদের জন্য।

314
জানুয়ারি মাসে কমে গেল সরকারি কর্মীদের ছুটি

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের তরফ থেকে ছুটির দিনের তালিকা প্রকাশ করা হয়েছে।

414
জানুয়ারি মাসে কমে গেল সরকারি কর্মীদের ছুটি

সেখানেই জানা যাচ্ছে, বছরের প্রথম মাসেই ছুটি মার যেতে চলেছে কর্মীদের!

514
জানুয়ারি মাসে কমে গেল সরকারি কর্মীদের ছুটি

সরকারি চাকরি মানেই একদিকে যেমন মাসের শেষে মোটা মাইনে।

614
জানুয়ারি মাসে কমে গেল সরকারি কর্মীদের ছুটি

তেমনি পুজো-উৎসব থেকে শুরু করে একাধিক ছুটিও পাওয়া যায়।

714
জানুয়ারি মাসে কমে গেল সরকারি কর্মীদের ছুটি

তবে এবছর সেদিক থেকে কিছুটা হলেও কম ছুটি জুটবে সরকারি কর্মীদের ভাগ্যে।

814
জানুয়ারি মাসে কমে গেল সরকারি কর্মীদের ছুটি

জানুয়ারি মাসেই দুটি ন্যাশনাল হলিডে রবিবার হওয়ায় সেই ছুটি পাওয়া যাবে না।

914
জানুয়ারি মাসে কমে গেল সরকারি কর্মীদের ছুটি

যেমনটা জানা যাচ্ছে জানুয়ারি মাসে মোট ৪টি ছুটি পেতে চলেছেন কর্মীরা। যার মধ্যে ২টি রবিবার হওয়ায় ছুটি মার যেতে চলেছে।

1014
জানুয়ারি মাসে কমে গেল সরকারি কর্মীদের ছুটি

১ জানুয়ারি নববর্ষ উপলক্ষে ছুটি থাকবে। এরপর ৬ ই জানুয়ারি গুরু গোবিন্দ সিংয়ের ‘প্রকাশ পূরব’ উদযাপনের জন্য ছুটি পাবেন শিখ সম্প্রদায়ের সমস্ত কর্মীরা।

1114
জানুয়ারি মাসে কমে গেল সরকারি কর্মীদের ছুটি

এরপর ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন ও ২৬ শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে হিসাবে ন্যাশনাল হলিডে। তবে এই দুই দিনই রবিবার।

1214
জানুয়ারি মাসে কমে গেল সরকারি কর্মীদের ছুটি

তাই ছুটি প্রাপ্য ছুটি হাত ছাড়া হল বলা যেতেই পারে। এছাড়া স্বাধীনতা দিবস ও জন্মাষ্টমী একইদিনে হয়ে যাওয়ার জেরে একটাই ছুটি পাওয়া যাবে।

1314
জানুয়ারি মাসে কমে গেল সরকারি কর্মীদের ছুটি

তবে এনআই আইন অনুযায়ী সব মিলিয়ে বছরে মোট ২৫টি ছুটি থাকছে ও আর রাজ্য সরকারের তরফ থেকেও মোট ২৫টি ছুটি থাকছে।

1414
Mamataজানুয়ারি মাসে কমে গেল সরকারি কর্মীদের ছুটি

অবশ্য এর মধ্যে কিছু ক্ষেত্রে ছুটির দিন রবিবার হওয়ার জেরে সেটা আলাদা করে পাওয়া যাবে না।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos