Published : Oct 21, 2024, 02:39 PM ISTUpdated : Oct 22, 2024, 02:32 PM IST
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। তদন্তে সন্দেহের তীর ডাক্তার পড়ুয়াদের দিকে। এই ঘটনার তদন্তে নতুন মোড় নিয়েছে।
আরজি কর কাণ্ডের তদন্ত যত এগোচ্ছে, তত প্রকাশ্যে আসছে ভয়ঙ্কর তথ্য। বাড়ছে জটিলতা। এখনও এই ঘটনা নিয়ে ধোঁয়াশা কাটেনি। তার মাঝেই সামনে এল আরও এক ভয়ঙ্কর তথ্য।
210
গত ৯ অগস্ট আরজি কর থেকে উদ্ধার হয়েছে এক মহিলা চিকিৎসকের দেহ। ধর্ষণ করে খুন করা হয়েছিল তাঁকে। এই ঘটনার তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে- এমনই তথ্য সামনে এসেছে।
310
কিন্তু, কে এবং কারা কেন এই কাজ করল তা নিয়ে চলছে তদন্ত। এবার এই প্রসঙ্গে সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। আরজি কর কাণ্ডে প্রমাণ লোপাটের নেপথ্যে রয়েছেন ডাক্তার পড়ুয়ারা- উঠল এমনই দাবি।
410
কেন্দ্রীয় সংস্থা দাবি করেছে, সন্দীপের কাছ থেকে উদ্ধার হওয়া হার্ডডিস্কগুলোতে থাকে তিলোত্তমার পরবর্তী সময়ের কিছু ছবি ও ফুটেজ ডিলিট করা হয়েছে। এই কাজে সাহায্য করেছে প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল।
510
সঙ্গে এই কাজে যাবতীয় ছবি ও ফুটেজ ডিলিটের পিছনে আছে খোদ আরজি করের কিছু ডাক্তারি পড়ুয়ারা। অবিশ্বাস্য মনে হলেও, এমনই সম্ভাবনা আছে বলে মনে করছেন তদন্তকারী আধিকারীকেরা।
610
হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে গিয়ে সিবিআই একাধিক ব্যক্তির হাত ও পায়ের ছাপ পায়। যার কারণে আসল দোষীদের পায়ের ছাপ নষ্ট হয়ে গিয়েছে। এছাড়াও এতজন ব্যক্তি একসঙ্গে থাকার ফলে তথ্য ও প্রমাণ লোপাটের সম্ভাবনা আছে।
710
এখন প্রশ্ন, তবে কি প্রমাণ লোপালের উদ্দেশ্যই কি এতজন ছাত্র-ছাত্রী সেখানে ঘুরে বেড়াচ্ছিল। তার মধ্যে আবার একটি অংশ তিলোত্তমা কাণ্ডের পর জুনিয়র ডাক্তারদের আন্দোলনেও যোগ দিয়েছেন।
810
সে যাই হোক, এখনও চলছে তদন্ত। এই ঘটনার নিষ্পত্তির অপেক্ষায় আছেন সকলে। ইতিমধ্যে ষষ্ঠ শুনানি হয়ে গিয়েছে কোর্টে। কিন্তু, এখনও যেন সব ধোঁয়াশা কাটছে না।
910
অন্যদিকে চলছে অনশন। আজ ১৭তম দিন। আজ আবার হবে বৈঠক।
1010
দশ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ বৈঠক করতে পারেন জুনিয়র ডাক্তাররা।