ছটপুজো উপলক্ষে পুণ্যার্থীদের ভিড় ও সুরক্ষার কথা মাথায় রেখে পূর্ব রেল এক বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। সোম ও মঙ্গলবার শিয়ালদহ ডিভিশনের চক্ররেলের পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। ৯টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং একাধিক ট্রেনের গতিপথ পরিবর্তন হয়েছে।
দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটার পর এবার ছটপুজো। মূলত অবাঙালিরাই এই পুজো করে থাকেন। সংসারের শ্রীবৃদ্ধি ও মঙ্গল কামনায় সূর্য দেবতা ও দেবী ষষ্ঠীর আরাধনা করা হয়। এবার ছটপুজো পড়েছে সোম ও মঙ্গলবার। পুজো উপলক্ষ্যে বহু মানুষ এই দিন গঙ্গাপুজো করে থাকেন। গঙ্গায় স্নান করেন। এই কারণে বাবুঘাটে দেখা যায় ভিড়। এবার মানুষের নিরাপত্তার কথা ভেবে বিশেষ সিদ্ধান্ত নিল রেল।
25
ছটপুডোর দুদিন চক্ররেলের পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে বলে খবর। রেলের পক্ষ থেকে সদ্য জারি হয়েছে বিজ্ঞপ্তি। সেখানে বলা হয়েছে, আগামী দুদিন চক্ররেলের একাধিক ট্রেনের গতিপথ বদল করা হয়েছে। একইসঙ্গে বেশ কয়টি ট্রেনও বাতিল হয়েছে।
35
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ২৭ তারিখ অর্থাৎ সোমবার শিয়ালদহ ডিভিশনের চক্ররেলের একাধিক লোকাল কলকাতা স্টেশন পর্যন্ত চলবে। বেশ কিছু ট্রেন চালানো হবে কলকাতা স্টেশন থেকে। রুট সংক্ষিপ্ত করে একটি লোকাল বারাসত পর্যন্ত চালানো হবে। ছটপুজো উপলক্ষে বেশ কিছু ট্রেন চলবে ঘুরপথে। পাশাপাশি ৯টি লোকাল বাতিল করা হয়েছে।
সোম ও মঙ্গলবার একইভাবে চক্ররেলের একাধিক লোকাল নিয়ন্ত্রণ করা হবে। বেশ কিছু লোকাল ট্রেনের যেমন সংক্ষিপ্ত করা হয়েছে তেমনই কিছু চলবে ঘুর পথে। এবার মানুষের নিরাপত্তার কথা ভেবে বিশেষ সিদ্ধান্ত নিল রেল।
55
দমদম স্টেশন হয়ে পাতিপুকুর, কলকাতা স্টেশন হয়ে বিবাদী বাগ হয়ে প্রিন্সেপ ঘাট স্টেশন এই লাইন দিয়ে ট্রেন চলে। এই লাইনে বাগবাজার, শোভাবাজার, বড়বাজার, ইডেন, প্রিন্সেপ ঘাট স্টেশনগুলো গঙ্গার ধারে। আগামী সোম ও মঙ্গলবার এই সকল লাইনে ট্রেন বন্ধ থাকবে।