এরই সঙ্গে জানান, ২০২৯ সালের মধ্যে জোঁকা-এসপ্ল্যানেড মেট্রো চালু হবে। একইসঙ্গে পুরনো ব্লু লাইনের নিত্যদিনের যে সমস্যা তা সমাধানের উদ্যোগের কথা জানান জিএল। বলেন, ব্লু লাইনে নিয়মিত যে সমস্যা রয়েছে সেটা নিয়ে রাইটস কাজ করছে। সিবিটিসি-র কাজ শুরু করার জন্য অনুমতি নেওয়া হয়েছে। তিন থেকে চার বছরের মধ্যে সমস্যার সমাধান করা হবে।