নিশা চট্টোপাধ্য়ায় আরও জানিনিয়েছেন, গতকাল দল ঘোষণার সময় তাঁকে আমন্ত্রণ করা হয়েছিল। নিশা আরও বলেছেন, দল ঘোষণার সময় স্টেজে ৪০০ জন ছিল। সেখান থেকেই তাঁকে প্রার্থী করা হয়েছিল। তিনি আরও বলেছেন, হুমায়ুন কবীর একটি মুসলিম দল তৈরি করতে চাইছেন। সেই কারণে তিনি হিন্দু ব্রাহ্মন হওয়ায় তাঁকে প্রার্থী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হুমায়ুন কবীর সম্পর্কে বলতে গিয়ে তিনি একাধিকবার চাচা বলে সম্বোধন করেছেন। তিনি বলেছেন, হুমায়ুন কবীর এখন বলছেন, তাঁর চলন ধরন ঠিক নয়। সেই কারণে প্রার্থী করা হয়নি। নিশার কথায় হুমায়ুন কবীর মুসলিম পার্টি তৈরি করতে চাইছে। নিশা জানিয়েছেন, তিনি দল তৈরির সময় ছিলেন। কিন্তু এখন তাঁকে বাতিল করে দেওয়া হয়েছে।