হুমায়ুন কবীর মুসলিমদের দল তৈরি করছেন! বালিগঞ্জের প্রার্থী পদ বাতিল হতেই ধুয়ে দিলেন নিশা

Published : Dec 23, 2025, 06:10 PM IST

নিশা চট্টোপাধ্যায় জানিয়ছেন, তিনি হুমায়ুনের পারিবারিক বন্ধু। তিনি আরও জানিয়েছিলেন হুমায়ুন তাঁকে আগে থেকেই চিনতেন। তাঁর সম্পর্কে জানতেন। তারপরেই তাঁকে প্রার্থী করেছিলেন। নিশা চট্টোপাধ্য়ায় ধুয়েদিলেন কবীরকে।  

PREV
15
প্রার্থী বদল

সবেতেই চমক ছিল তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবীরের। নতুন দল জনতা উন্নয়ন পার্টি ঘোষণা করেই প্রার্তীর নাম ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। কিন্তু ২৪ ঘণ্টাও গেল না। প্রার্থী বদল করে ফেললেন হুমায়ুন কবীর।

25
নিশা চট্টোপাধ্য়ায়

বালিগঞ্জেরর প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন নিশা চট্টোপাধ্যায়ের নাম। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে সরিয়ে দিলেন প্রার্থী পদ থেকে। ভরতপুরের বিধায়কের এহেন কার্যকলাপ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সাফাই দিয়েছেন হুমায়ুন। তিনি বলেছেন, নিশাকে প্রার্থী করা হলে দলের ভাবমূর্তির খারাপ প্রভাব পড়বে জনমানসে। তাঁকে নাকি বারে দেখা গিয়েছে। আর সেই কারণেই তিনি নিশাকে সরিয়ে দিয়েছেন। তবে ৭ দিনের মধ্যেই তিনি বালিগঞ্জের নতুন প্রার্থীর নাম ঘোষণা করবেন। নিশা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর। তাঁর ৮০ হাজারের মত ফলোয়ার রয়েছে। তবে আপাতত তিনি নির্দল হয়েই থাকবেন।

35
নিশার জবাব

নিশা চট্টোপাধ্যায় জানিয়ছেন, তিনি হুমায়ুনের পারিবারিক বন্ধু। আর বন্ধুর ডাকে সাড়া দিয়েই তিনি প্রার্থী হতে প্রস্তুত হয়েছিলেন। তিনি আরও জানিয়েছিলেন হুমায়ুন তাঁকে আগে থেকেই চিনতেন। তাঁর সম্পর্কে জানতেন। তারপরেই তাঁকে প্রার্থী করেছিলেন। যাইহোক মহিলাদের আচার আচরণ নিয়ে যেজাতীয় কথা হচ্ছে তারও আপত্তি জানিয়েছেন নিশা। নিশা জানিয়েছেন তিনি আগে সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলেন। হুমায়ুনের ডাকে সাড়া দিয়েই রাজনীতিতে যুক্ত হতে চেয়েছিলেন।

45
নিশার ভিডিও

নিশা চট্টোপাধ্যায়কে প্রার্থী করার পরই সোশ্যাল মিডিয়ায় তাঁর কিছু ভিডিও ভাইরাল হয়। সেখানে তাঁরে বারে দেখা গিয়েছে। তাঁকে টাকিলায় চুমুক দিতেও দেখা গিয়েছে। যা নিয়ে আপত্তি জানিয়েছেন হুমায়ুন। তবে নিশা এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, হুমায়ুন কবীর ও তাঁর দলের কর্মসূচি বাবরি মসজিদকে কেন্দ্র করে। যা হিন্দু মুসলিম সম্প্রীতির পরিপন্থী ।

55
নিশার জবাব

নিশা চট্টোপাধ্য়ায় আরও জানিনিয়েছেন, গতকাল দল ঘোষণার সময় তাঁকে আমন্ত্রণ করা হয়েছিল। নিশা আরও বলেছেন, দল ঘোষণার সময় স্টেজে ৪০০ জন ছিল। সেখান থেকেই তাঁকে প্রার্থী করা হয়েছিল। তিনি আরও বলেছেন, হুমায়ুন কবীর একটি মুসলিম দল তৈরি করতে চাইছেন। সেই কারণে তিনি হিন্দু ব্রাহ্মন হওয়ায় তাঁকে প্রার্থী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হুমায়ুন কবীর সম্পর্কে বলতে গিয়ে তিনি একাধিকবার চাচা বলে সম্বোধন করেছেন। তিনি বলেছেন, হুমায়ুন কবীর এখন বলছেন, তাঁর চলন ধরন ঠিক নয়। সেই কারণে প্রার্থী করা হয়নি। নিশার কথায় হুমায়ুন কবীর মুসলিম পার্টি তৈরি করতে চাইছে। নিশা জানিয়েছেন, তিনি দল তৈরির সময় ছিলেন। কিন্তু এখন তাঁকে বাতিল করে দেওয়া হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories