'কাজি নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি মনে করি না,' কেন বলছেন প্রপৌত্রী নূপুর কাজি?

বাংলাদেশে গত কয়েক মাস ধরে যে পরিস্থিতি চলছে, তাতে আরও অনেকের মতোই উদ্বিগ্ন কাজি নজরুল ইসলামের পরিবারের সদস্যরা। এক অনুষ্ঠানে এ বিষয়েই মুখ খুললেন নজরুলের পরিবারের সদস্য নূপুর কাজি।

কাজি নজরুল ইসলামের জন্ম পশ্চিমবঙ্গে। তাঁর কর্মজীবনের বেশিরভাগ সময়ই কেটেছে কলকাতায়। এই শহর তাঁকে শ্রদ্ধার সঙ্গে আজও স্মরণ করে। একইভাবে বাংলাদেশেও তাঁকে স্মরণ করা হয়। তাঁকে বাংলাদেশের জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয়েছে। নজরুল দুই বঙ্গেই শ্রদ্ধেয়। কিন্তু বাংলাদেশের কট্টরপন্থীরা রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে নজরুলের বিরোধিতার কাল্পনিক গল্প ছড়িয়ে দিচ্ছে। নজরুলের সঙ্গে রবীন্দ্রনাথের পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কের কথা অস্বীকার করছে বাংলাদেশের মৌলবাদীরা। এ বিষয়েই সরব হলেন নজরুলের প্রপৌত্রী, বিখ্যাত সঙ্গীতশিল্পী নূপুর কাজি। তিনি রবীন্দ্রনাথ ও নজরুলের সুসম্পর্কের কথা তুলে ধরলেন। একইসঙ্গে বাংলাদেশে সুস্থ পরিবেশ ফেরানোর ডাকও দিলেন নূপুর।

ভেদাভেদের বিরুদ্ধে সরব নূপুর

Latest Videos

মঙ্গলবার মধ্য কলকাতার ভারত সভায় রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট সংগঠনের বিজয়া সম্মিলনী ছিল। অনেক বিপ্লবী পরিবারের সদস্যরাই ছিলেন। সেখানে নূপুর বলেন, ‘ওদেশ আর এদেশ বলে আমি কোনও বেড়াজাল মানি না। বাংলাদেশ আর আমাদের ভারতবর্ষ আমি মনে করি একটাই দেশ । এবং কাজি নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভারতের বিশ্বকবি, এটা আমি মনে করি না। দুই কবির যে আত্মিক সম্পর্ক, একজন গুরুদেব আর অপরজন শিষ্য, সেই জায়গাগুলো আমরা যদি পড়ি, তাঁদের লেখনী, তাঁদের সম্পর্কের জায়গাটুকু জানার চেষ্টা করি, তাহলে আমরা নিজেরাই বুঝতে পারব যে দুই কবির মধ্যে কোনও বিভেদ নেই। এবং যেটুকু বেড়াজাল ভৌগলিক অবস্থান অনুযায়ী, সেটুকু আমি মানি না। দেশ একটাই। বাংলাদেশের যে পরিস্থিতিই হোক, আমরা যারা সুস্থ মানসিকতা মানুষ, যারা আমরা সংস্কৃতিকে নিয়ে বেঁচে থাকতে চাই, আমরা যারা রবি ঠাকুরের লেখনী, কাজি সাহেবের সৃষ্টি নিয়ে বাঙালির সমাজ, বাঙালির গর্বের জায়গা রবি ঠাকুর, নজরুল। তো আমরা চাইব, সেই সুস্থ সংস্কৃতিকে ফিরিয়ে আনতে। যাঁরা কুসংস্কারের অন্ধকারে এখনও অবধি রয়েছেন, বা যাঁরা সুস্থ মানসিকতায় বেঁচে আছেন, আমরা চাইব তাঁদের সেই সুস্থতার পথে এগিয়ে দেওয়ার। সুস্থ বার্তা এগিয়ে দেওয়ার।’

রাজনীতিতে আগ্রহ নেই নূপুরের

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও, রাজনৈতিক বিষয়ে কোনও কথা বলতে চাইছেন না নূপুর। তিনি শুধু চান বাংলাদেশে সুস্থ-স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক এবং বিভেদ দূর হোক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'বয়কট' কোপে পশ্চিমবঙ্গে জন্মানো নজরুলও! কে হবেন বাংলাদেশের নতুন জাতীয় কবি?

কাজী নজরুল ইসলামের বায়োপিক! মুখ্য চরিত্রে থাকছে কে? রবীন্দ্রনাথের চরিত্রেও থাকবে বিশেষ চমক

বাড়ছে বিতর্ক, ‘কারার ওই লৌহ কপাট’ গানের চুক্তিপত্র প্রকাশ্যে আনার দাবি করলেন কাজী নজরুল ইসলামের পৌত্রী আনিন্দিতা কাজীর

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও