বৃষ্টির দাপটে মাটি হতে পারে কালীপুজোর আনন্দ! জেনে নিন কী বলছে হাওয়া অফিস

Published : Oct 30, 2024, 07:03 AM IST
rain kolkata weather

সংক্ষিপ্ত

বর্ষা বিদায়ের পরও ডিসেম্বরের আগে বাংলায় শীত পড়ার সম্ভাবনা কম। এই সপ্তাহে কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। তবে, আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Weather News: বর্ষা বিদায়ের পর থেকেই উত্তর-পশ্চিম ভারত থেকে ঠাণ্ডা বাতাস বইছে। কিন্তু তা এখনও শক্তিশালী নয়। সকালে ঠাণ্ডা বাতাস অনুভূত হলেও বেলা বাড়ার সাথে সাথে দিক পরিবর্তন হচ্ছে। তাই ডিসেম্বরের আগে বাংলায় শীত পড়ার সম্ভাবনা নেই বলেই মনে করছে হাওয়া অফিস। এই সপ্তাহে কলকাতা ও আশেপাশের এলাকায় পারদ ২৫ থেকে ২৬ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। যা স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ডিগ্রি বেশি হবে। আবহাওয়াবিদরা মনে করছেন, গ্রামের দিকে পারদ একটু বেশি পড়লেও এই মুহূর্তে হেমন্তের শীতের ছোঁয়া থাকবে না।

ভাইফোঁটা ও রবিবার এদিনেও বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের বাকি কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু বাতাসে খুব বেশি পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বায়ুমণ্ডলের শীর্ষে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এলে তা মেঘ ও বৃষ্টিতে পরিণত হতে পারে। পরিচালক হাবিবুর রহমান বিশ্বাস বলেন, "আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে জেলার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গের প্রায় সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখনো রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়া, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হবে।'' কালী পুজোর দিন কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় এক বা দুই জায়গায় বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ উত্তরের পাঁচটি জেলায় কালী পূজার দিন।

আজ বুধবার আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং ২৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। হাবিবুর রহমান বিশ্বাস জানান, নভেম্বরের শুরু থেকে আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নগণ্য থাকবে।

 

PREV
click me!

Recommended Stories

Messi Kolkata : অবশেষে অপেক্ষার অবসান! 'সিটি অফ জয়'-এ পা রাখলেন বিশ্বজয়ী লিওনেল মেসি
প্রকাশিত নতুন নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউয়ের তালিকা, জোড়া আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি