রাজ্যপাল সি.ভি আনন্দ বোসকে প্রাণনাশের হুমকি, ই-মেইলকাণ্ডে গ্রেফতার ষাটোর্ধ্ব ব্যক্তি

Published : Jan 11, 2026, 04:22 PM IST

WB Governor Harass News: রাজ্যপাল সি.ভি আনন্দ বোসকে হুমকি মেইলের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। ধৃতের জেল হেফাজতের নির্দেশ আদালতের। কী কারণে রাজভবনে হুমকি মেইল? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
রাজভবনকাণ্ডে গ্রেফতার ১

রাজ্যপালকে সি.ভি আনন্দ বোসকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ। অভিযুক্ত সুব্রত দত্ত রায় পুলিশি হেফাজতে। জানা গিয়েছে, রাজ্যপাল সি ভি আনন্দ বোস-কে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া সুব্রত দত্ত রায়কে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠাল কলকাতার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

25
রাজ্যপালের কাছে একাধিকবার সাক্ষাতের চেষ্টা অভিযুক্তের

হেয়ার স্ট্রিট থানার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুব্রত দত্ত রায় রাজ্যপালের কাছে একাধিকবার সাক্ষাতের চেষ্টা করেছিলেন। তবে বারবার ব্যর্থ হওয়ার পর ক্ষোভ থেকেই তিনি হুমকির বার্তা পাঠান বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনাটি সামনে আসে বৃহস্পতিবার রাতে। তদন্তে নেমে পুলিশ নিউটাউন এলাকা থেকে অভিযুক্ত সুব্রত দত্ত রায়কে গ্রেফতার করে।

35
প্রশ্নের মুখে রাজ্যপালের নিরাপত্তা

জানা গিয়েছে, ৬৮ বছরের সুব্রত নিউটাউনে তাঁর ভাইয়ের পরিবারের সঙ্গেই থাকতেন। শনিবার তাকে আদালতে তোলা হলে সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী অভিযুক্তকে ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানান। যদিও আদালত শুনানি শেষে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।

45
ঠিক কী হয়েছিল?

শুক্রবার রাজ্যপালকে প্রাণনাশের হুমকি বার্তা পাঠানো হয় ই-মেলে। Will blast the Governor”—এই মর্মে একটি ই-মেল/বার্তা পাওয়ার পর চাঞ্চল্য ছড়ায় রাজ্য প্রশাসনে। রাজ্যপালকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে বিষয়টি অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে (HM) জানানো হয়েছে। হুমকির বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন।

55
রাজ্যপালের নিরাপত্তায় জোর

সূত্রের খবর, রাজ্যপালের নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে ব্যবস্থা গ্রহন করেছে। যদিও তিনি যে এই ধরনের হুমকি মেইলে ভয় পান না সে কথা আগেই ঘোষণা করে রাজপথে নামার কথাও জানিয়েছিলেন রাজ্যপাল সি.ভি আনন্দ বোস।

Read more Photos on
click me!

Recommended Stories