- Home
- West Bengal
- West Bengal News
- মকর সংক্রান্তিতে ফের জাঁকিয়ে শীতের পূর্বাভাস? কতদিন পর্যন্ত চলবে এইরকম আবহাওয়া? রইল বিরাট আপডেট
মকর সংক্রান্তিতে ফের জাঁকিয়ে শীতের পূর্বাভাস? কতদিন পর্যন্ত চলবে এইরকম আবহাওয়া? রইল বিরাট আপডেট
WB Winter Forecast: গত কয়েক দিন পর রবিবার ছুটির দিনে কিছুটা ঊর্ধ্বমুখি পারদ। ভোরের দিকে বেশ শীত-শীত লাগলেও বেলা বাড়তে তাপমাত্রাও বেড়েছে কিছুটা। সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

আজকের আবহাওয়ার আপডেট
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কিছুটা বাড়লো পারদ। সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। রবিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা আগেই ছিল পূর্বাভাস।হাড়কাঁপানো ঠান্ডা থেকে আপাতত মুক্তি। তাপমাত্রা কিছুটা কমলেও শীতের স্পেল বজায় থাকবে পৌষের শেষে। মকর সংক্রান্তিতে বুধবার ফের কমবে তাপমাত্রা। জাঁকিয়ে শীতের পূর্বাভাস। জমিয়ে শীতের মরশুম চলবে মাঘ মাসের প্রথমে।
শীতে নিম্নচাপের অশনি সঙ্কেত
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর গভীর নিম্নচাপটি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। স্থলভাগে প্রবেশ করে আজকের মধ্যেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পাকিস্তান এবং সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় অবস্থান করছে সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। যার কারণে দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা বজায় থাকবে। ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। কিছু এলাকায় বেলা পর্যন্ত কুয়াশা। পরে পরিষ্কার আকাশ থাকবে বলে জানানো হয়েছে।
কবে থেকে বাড়বে পারদ?
আজ তাপমাত্রা সামান্য কমলেও আগামীকাল থেকে বাড়বে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রে ১৪/১৫ ডিগ্রির কাছাকাছি। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা সহ বাকি জেলাতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা। মঙ্গলবার থেকে ফের নিম্নমুখী হবে তাপমাত্রা। বুধবার সংক্রান্তির দিন অনেকটা নামতে পারে পারদ।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা সব জেলাতেই। উত্তরবঙ্গের ছয় জেলায় আজ ঘন কুয়াশার সতর্কবার্তা। এই জেলাগুলিতে ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। উত্তরবঙ্গে আজ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা। শীতল দিনের পরিস্থিতি উত্তর দিনাজপুর সংলগ্ন কিছু এলাকায় ।
কলকাতার তাপমাত্রা
বাড়লো রাতের তাপমাত্রা। ১৫ ডিগ্রির ঘরে কলকাতার পারদ। আগামী ৪৮ ঘন্টা একই রকম থাকবে তাপমাত্রা। পৌষ সংক্রান্তিতে ফের নামবে পারদ। পৌষের শেষ দিন এবং মাঘের শুরুতে ফের জমিয়ে শীতের স্পেল। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। বেলা বাড়লে আকাশ পরিস্কার। মূলত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কলকাতার তাপমান। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.০ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৯২ শতাংশ।

