Kolkata Traffic News: শনিবার ইদ উল জুহা উপলক্ষে শহরের ৭২টি রাস্তায় আজ যান নিয়ন্ত্রণ রাখার নোটিস জারি করেছে কলকাতা পুলিশ। এই বিষয়ে পুলিশের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে- কোন, কোন রাস্তা শনিবার ইদের জমায়েতের কারণে বন্ধ থাকবে। জানুন বিশদে…
ইদ উল জুহা উপলক্ষে শনিবার কলকাতার প্রায় ৭২ টি রাস্তায় যান নিয়ন্ত্রণ কলকাতা পুলিশের। শনিবার অর্থাৎ ৭ জুন ভোর ৪ টে থেকে বেলা ১২ টা পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া পণ্যবাহী গাড়ি চলাচল করবে না শহরের একাধিক রাস্তায় ।
26
বন্ধ শহরের একাধিক রাস্তা
শনিবার বিকেল ৪ টে থেকে রাত ৮ টা পর্যন্ত বন্দর এলাকা বাদ দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে । এই সমস্ত নিষেধাজ্ঞা শনিবার রাত ১২ টায় প্রত্যাহার করা হবে । যারফলে শনিবার প্রায় সারাদিনই বন্ধ থাকবে শহরের গুরুত্বপূর্ণ কিছু রাস্তা।
36
নিষিদ্ধ ভারী ও মাঝারি পণ্যবাহী যানবাহন চলাচল
কলকাতা পুলিশ সূত্রে খবর, শনিবার ইদ উপলক্ষে শহরজুড়ে ভারী ও মাঝারি পণ্যবাহী যানবাহন ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত নিষিদ্ধ, প্রয়োজনীয় পরিষেবাগুলি বাদ দেওয়া হয়েছে। এই নিয়ম কার্যকর হয়েছে শুক্রবার অর্থাৎ ৬ জুন রাত ১০টা থেকে ৭ জুন দুপুর পর্যন্ত। ইদের প্রধান জমায়েতের জন্য রেড রোড সম্পূর্ণ বন্ধ থাকবে। কলকাতার বিভিন্ন রাস্তা ভোর ৪টা থেকে দুপুর পর্যন্ত ডাইভারশনের সম্মুখীন হবে এবং যানবাহন ও ট্রাম চলাচল বন্ধ থাকবে।
রেড রোডে যেখানে ইদের নামাজ অনুষ্ঠিত হয়, সেখানে ৬ জুন রাত ১০:০০ টা থেকে ৭ জুন দুপুর ১২:০০ টা পর্যন্ত অথবা অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সকল ধরণের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে মানিকতলা মেইন রোড, এপিসি রায় রোড, এমজি রোড, নারকেলডাঙ্গা মেইন রোড এবং রাজা দিনেন্দ্র স্ট্রিট সহ বেশ কয়েকটি রাস্তা বন্ধ বা ডাইভার্ট করা হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
56
স্থগিত থাকবে ট্রাম পরিষেবা
খিদিরপুর, একবালপুর, সিজিআর রোড, মোমিনপুর, গার্ডেন রিচ, বেলেঘাটা, তোপসিয়া এবং টালিগঞ্জের মতো এলাকায়ও বড় ধরনের সমস্যা এড়াতে এবং ডাইভারশন কার্যকর করা হবে। কনভেন্ট ব্রিজ এবং বেলেঘাটা রেলওয়ে ব্রিজ সহ বেশ কয়েকটি সেতু বন্ধ থাকবে। সাধারণ মানুষের উপস্থিতি বৃদ্ধি পেতে পারে ফলে এসপ্ল্যানেড এবং পার্ক স্ট্রিটের কিদওয়াই রোডের মধ্যে লেনিন সরণিতে ট্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত থাকবে শনিবার।
66
চালু থাকবে শহরের গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড
কলকাতা পুলিশ সূত্রে খবর, যদিও আজ ইদ উপলক্ষে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড চালু থাকবে, তবে এখানে প্রবেশপথ নিউ রোড এবং ডাফেরিন রোড দিয়ে হবে এবং পথচারী এবং যানবাহন চলাচল সম্পূর্ণ আলাদা করার জন্য আরআর অ্যাভিনিউ এবং ট্রাম ট্র্যাক দিয়ে বাহির পথ করা হয়েছে। জানিয়েছে কলকাতা পুলিশ।