- Home
- West Bengal
- West Bengal News
- সপ্তাহান্তে হাওয়া বদল! কবে থেকে বঙ্গে জাঁকিয়ে পড়বে শীত? রইল বিরাট আপডেট
সপ্তাহান্তে হাওয়া বদল! কবে থেকে বঙ্গে জাঁকিয়ে পড়বে শীত? রইল বিরাট আপডেট
Today Weather Update: খাতায় কলমে শীতকাল এখনও পুরোপুরি ভাবে না পড়লেও ভোরের দিকে বাতাসে হিমের পরশে ঠান্ডা-ঠান্ডা অনুভূতি হচ্ছে। সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি….

বঙ্গে হাওয়া বদলের পূর্বাভাস
দুর্গাপুজো শেষ মানেই বাতাসে শীতের আমেজ। তবে এখনও শীত সেভাবে না পড়লেও ভোরের দিকে হিমেল বাতাসের স্পর্শ জানান দিচ্ছে যে শীত আসছে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অনেকটাই নামল পারদ। তবে এখনই জাঁকিয়ে শীতের সম্ভাবনা না থাকলেও কালীপুজোর পরই হবে পারা পতন।
তাপমাত্রার পরিবর্তন
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দিনের তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে রাতের তাপমাত্রাতেও পরিবর্তন ঘটছে। যদিও বিদায় বেলায় এসেও বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। দক্ষিণের জেলায় , জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ায়।
কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে আংশিক মেঘলা আকাশ থাকবে। সপ্তাহান্তেও চলবে বৃষ্টি। তবে বৃষ্টির মধ্যেও শীতের আমেজ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়া
আশ্বিনের শেষবেলায় হাওয়া বদল হবে উত্তরবঙ্গেও। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের অবস্থা বেহাল হলেও ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে- দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ারে।
সক্রিয় ঘূর্ণাবর্ত
এদিকে ঘূর্ণাবর্তের প্রভাবে ফের সপ্তাহের শুরুতেই বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। তবে বঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করায় সপ্তাহের শুরু থেকেই বাতাসে বইবে হালকা শীতের আমেজ।

