শহরে মৃত্যু হল আরও দুই শিশুর, অ্যাডিনো ভাইরাস নিয়ে ক্রমেই বাড়ছে উদ্বেগ

Published : Mar 03, 2023, 07:44 PM IST
child health

সংক্ষিপ্ত

জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সেই শিশু। শুক্রবার দুপুর ১২টা নাগাদ বিসি রায় হাসপাতালে আরও একটি শিশুর মৃত্যু হয়। 

ক্রমেই উদ্বেগ বাড়ছে রাজ্যে শিশু মৃত্যু ঘিরে। কোভিডের পর এবার আতঙ্কের নাম অ্যাডিনো ভাইরাস। ক্রমেই ভিড় বাড়ছে বিসি রায় শিশু হাসপাতালে। শুক্রবার রাজ্যে শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু হল আরও দুই শিশুর। বৃহস্পতিবার সকাল গভীর রাতে ও শুক্রবার বিসি রায় হাসপাতালে মৃত্যু হয় দুই শিশু। সূত্রের খবর মৃত দুই শিশু অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ছিল। তবে সরকারিভাবে এই নিয়ে এখনও কিছু জানানো হয়নি। অ্যাডিনো ভাইরাসে আতঙ্কের মধ্যে এই দুই শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরে। এদিন ১০ মাসের একটি শিশুর মৃত্যু হয় বিসি রায় হাসপাতালে। জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সেই শিশু। শুক্রবার দুপুর ১২টা নাগাদ বিসি রায় হাসপাতালে আরও একটি শিশুর মৃত্যু হয়।

মঙ্গলবার এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। বুধবার সকালে বি সি রায় শিশু হাসপাতাল পরিদর্শনে এলেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। এদিন বি সি রায় শিশু হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে বৈঠকও করেন তাঁরা। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র কাউন্সিল এবং এখানকার রোগী কল্যাণ সমীতির সদস্য স্বপন সমাদ্দার। বৈঠকের পাশাপাশি এদিন হাসপাতালের পরিষেবা নিয়ে রোগীদের সঙ্গেও কথা বলেন তিনি। রোগীর পরিজনের সঙ্গেও কথা বলেন তিনি। তবে ডাক্তারদের সম্মন্ধে রোগীর পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয়নি বলেই জানান তিনি।

এদিন বৈঠকে বেলেঘাটা আইডিতে চাপ কমানোর উপর বিশেষ জোড় দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি বি সি রায় শিশু হাসপাতালে ক্রমবর্ধমান চাপ কমাতে অতিরিক্ত শয্যার বন্দোবস্ত করা হচ্ছে বলেও জানা যাচ্ছে। পাশাপাশি বি সি রায় শিশু হাসপাতাল থেকে যাতে আইডিতে রোগী রেফার করা যায় সেই দিকে নজর রেখে আইডিতেও শিশু রোগীর চিকিৎসার জন্য অতিরিক্ত শয্যার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানা যাচ্ছে। এদিন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা জানিয়েছেন,'আমাদের উপর চাপ আছে, কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে বেশ কিছু সংখ্যক বেড আমাদের রয়েছে। তাই এই মুহূর্তে চাহিদা মেটানো যাবে বলেই আশা করা যাচ্ছে।' তিনি আরও বলেন,'এখন পর্যন্ত যে সব শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে সেগুলির বেশিরভাগই কোমরবিডিটিস-এর কেস। কারোর ওজন কম, কোনও বাচ্চার হার্টের অসুখ আছে। তবে আমাদের ডাক্তাররা চিকিৎসা এবং চিকিৎসা পরিষেবা নিয়ে সন্তুষ্ট।' এছাড়া চিকিৎসা পরিষেবা প্রসঙ্গে রোগী কল্যান সমিতির সদস্য স্বপন সমাদ্দার জানিয়েছেন,'ডাক্তারদের নিয়ে রোগীর পরিজনদের কোনও অভিযোগ নেই। কয়েকজন নার্সের বিরুদ্ধে অভিযোগ থাকলেও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। আমি এবিষয় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।' তবে মানুষকে পরিষেবা দিতে আইডি প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন - 

অ্যাডিনো ভাইরাস সংক্রমণ রুখতে আরও কড়া প্রশাসন, বিসি রায় শিশু হাসপাতালে বৈঠক করলেন স্বাস্থ্য আধিকারিকরা

অ্যাডিনো ভাইারাস: চিকিৎসা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্তর, তথ্য গোপনের অভিযোগ অধীরের

অ্যাডিনো ভাইরাস সংক্রমণ রুখতে তৎপর প্রশাসন, নোডাল অফিসার থেকে হেল্প সেল, একাধিক নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

PREV
click me!

Recommended Stories

আমি সব দিক থেকে বাঙালি হতে চাই: কেন এমন কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের ৩০০০ অভিযোগ! আদালতে রিপোর্ট দিল CBI