পুজোর শপিংয়ে বাধ সাধল মেট্রো, ছুটির দিনে এই লাইনে বিকেল পর্যন্ত মিলবে না পরিষেবা

Published : Aug 30, 2025, 08:59 AM IST

Kolkata Metro News: সপ্তাহান্তে ফের মেট্রো দুর্ভোগ। ব্লু লাইনে ফের বন্ধ হচ্ছে মেট্রো পরিষেবা ৩০ ও ৩১ অগাস্ট মিলবে না পরিষেবা। কোথা থেকে কতদূর পর্যন্ত মিলবে না পরিষেবা? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
শহরে ফের মেট্রো বিভ্রাট

মেট্রো পরিষেবায় সাময়িক বিঘ্ন। কলকাতা মেট্রোরেল সূত্রে খবর, রবিবার অর্থাৎ ৩১ অগাস্ট বিকেল ৪টা পর্যন্ত মেট্রো চলবে না শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত। যারফলে উইকএন্ডে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে ব্লু লাইনে। 

25
কোথা থেকে মিলবে না মেট্রো পরিষেবা?

জানা গিয়েছে, শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে নতুন টার্ন আউট বসানোর কাজের জন্য রবিবার ৩১ অগাস্ট বিকেল ৪টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। কাজ শুরু হবে শনিবার রাত ১১টা থেকে এবং রবিবার দুপুর ৩টা পর্যন্ত চলবে।

35
চলবে বিশেষ মেট্রো

অন্যদিকে যাত্রীদের অসুবিধা এড়াতে মেট্রো কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। ওই দিন সকালে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত নিয়মিত পরিষেবার পাশাপাশি বিশেষ মেট্রো চালানো হবে সকাল ৭টা থেকে। 

45
সকাল ৮টা থেকে শুরু পরিষেবা

এছাড়াও, সবুজ লাইনে (Green Line) পরিষেবা সকাল ৮টা থেকে শুরু হবে (যা সাধারণত সকাল ৯টা থেকে শুরু হয়)। এর ফলে Miscellaneous Services Recruitment Examination-এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের যাতায়াত অনেক সহজ হবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার বিকেল ৪টার পর থেকে স্বাভাবিক পরিষেবা ফের শুরু হয়ে যাবে। 

55
শহিদ ক্ষুদিরাম স্টেশনে বসছে নতুন টার্ন আউট

ব্লু লাইনে কবি সুভাষ মেট্রো স্টেশনকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলে আবারো নতুন করে তৈরি করার ফলে ব্লু লাইনের অন্তিম স্টেশন হিসেবে কবি সুভাষ মেট্রো স্টেশনকে ব্যবহার করা হতো এবং মেট্রো রেকগুলিকে কবি সুভাষ মেট্রো স্টেশন দিয়েই ঘুরিয়ে আবারো চালানো হতো কিন্তু কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হয়ে যাওয়ার ফলে বিগত এক সপ্তাহ ধরে বারবার ব্লু লাইনে মেট্রো বিভ্রাটের ঘটনা ঘটছে । তাই এবার কবি সুভাষ মেট্রো স্টেশনের বদলে তার আগের স্টেশন অর্থাৎ শহিদ ক্ষুদিরাম এ নতুন টার্ন আউট বসিয়ে পরিস্থিতি সামলানোর সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের ।

Read more Photos on
click me!

Recommended Stories