শুল্ক সঙ্ঘাতের আবহেই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে জোর রাশিয়ার, ভারত সফরে আসছেন পুতিন
Putin Visit India: এবার ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। চলতি বছরের শেষেই ভারতে পা রাখতে পারেন বিশ্বের অন্যতম এই দাপুটে নেতা। ঠিক কবে আসছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

ভারত সফরে পুতিন
চলতি মাসেই মস্কো সফরে গিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আর এবার ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সরকারি সূত্রে খবর, চলতি বছরের শেষেই ভারতে পা রাখবেন রাশিয়ার প্রেসিডেন্ট। মার্কিন শুল্ক সঙ্ঘাতের আবহে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে আরও জোর দিতে পুতিনের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কবে ভারতে আসবেন পুতিন?
পুতিনের ভারত সফর নিয়ে ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন যে, চলতি বছরের ডিসেম্বর মাস নাগাদ ভারতে আসতে পারেন তিনি। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে পুতিনের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
মোদী-পুতিন বৈঠক
সরকারি সূত্রে খবর, ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ হারে মার্কিন শুল্ক ধার্যের পর কিছুটা তপ্ত ভারত-আমেরিকার সম্পর্ক। এই আবহে বর্তমানে চিন-জাপান সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর চিনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা’(সাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশন বা এসসিও)-র শীর্ষবৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী এবং রুশ প্রেসিডেন্ট পুতিন। সোমবার তাঁদের দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার কথাও রয়েছে। আর তার আগেই মিলল পুতিনের ভারত সফরের বার্তা।
পুতিনকে ভারতে আমন্ত্রণ মোদীর
জানা গিয়েছে, গত বছরই ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান করতে মস্কো সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়ই তিনি পুতিনকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। আর এবার মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে ডিসেম্বরেই ভারতে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কে জোর
একদিকে যখন শুল্ক ইস্যুতে আমেরিকার সঙ্গে রীতিমত তপ্ত সম্পর্ক ঠিক তখনই, নয়াদিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক-বাণিজ্যে আরও জোর দিচ্ছে মস্কো। চলতি মাসেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন অজিত ডোভাল। তখনই তিনি জানিয়েছিলেন যে, চলতি বছরে ভারত সফরে আসতে পারেন পুতিন। আর এবার জানা গেল পুতিনের সফরসূচি।

