Bangaon Local Derail: দিনের ব্যস্ত সময়ে ব্যাহত ট্রেন চলাচল, লাইনচ্যুত ডাউন বনগাঁ লোকাল

Published : May 14, 2025, 02:09 PM ISTUpdated : May 14, 2025, 02:33 PM IST
Mumbai local train

সংক্ষিপ্ত

Bangaon Local Derailed: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন বনগাঁ লোকাল। লাইনচ্যুত বনগাঁ লোকাল। একাধিক স্টেশনে দাঁড়িয়ে একের পর এক ট্রেন।        

Bangaon Local Derailed: দিনের ব্যস্ত সময়ে ফের ট্রেন দুর্ঘটনা। তবে চালকের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা যাত্রীদের। বুধবার অফিস টাইমে বনগাঁ লাইনে ট্রেন দুর্ঘটনা। দমদম স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে যায় ডাউন বনগাঁ লোকাল। এদিন দুপুর ১২টা ১০ মিনিট নাগাদ ট্রেনটি দমদম স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল। নামার জন্য যাত্রীরাও তৈরি। তার মধ্যেই হঠাৎ করে তীব্র ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে ট্রেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের ইঞ্জিনিয়ার ও রেল আধিকারিকরা। দেখা যায় লাইনচ্যুত হয়েছে ট্রেনের একটি চাকা। যারফলে স্বাভাবিক ভাবেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য যাত্রীদের মধ্যে। 

রেল সূত্রে খবর, বর্তমানে ট্রেনটিকে লাইনে তুলে শিয়ালদহে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এদিকে ট্রেন দুর্ঘটনার জেরে আপাতত দমদম স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে। যারফলে অন্যান্য ট্রেনগুলি ১, ২, ৩ ও ৫ নম্বর লাইন দিয়ে যাতায়াত করছে। শুধু তাই নয়, আচমকা এই দুর্ঘটনার জেরে মধ্যমগ্রাম স্টেশনে দাঁড়িয়ে পড়ে ডাউন গোবরডাঙা লোকাল, বিরাটি স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ হাসনাবাদ লোকাল। যারফলে সাময়িক বিঘ্নিত হয় ট্রেন পরিষেবা। তবে রেলের তরফে অবশ্য দাবি করা হয়েছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে, তীব্র গরমে ট্রেন দুর্ঘটনার কবলে পড়ায় তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। কারণ, দমদম স্টেশনে নেমে সরাসরি মেট্রো ধরা যায় বলে সারাদিনই ব্যস্ত থাকে পূর্বরেলের শিয়ালদহ ডিভিশনের এই স্টেশন। ফলে ট্রেন দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এক রেলযাত্রী বলেন, ‘’প্রথমে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তাড়াতাড়ি লাইনটা পরিষ্কার হলে সমস্যা মিটবে।'' 

উল্লেখ্য, ট্রেন দুর্ঘটনা এই প্রথম কিছু নয়। এর আগেও একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছে ট্রেন। সম্প্রতি দুর্ঘটটনার কবলে পড়ে ডাউন কামাক্ষা এক্সপ্রেস। তার আগে অবশ্য করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে ছিল দেশজুড়ে। 

অন্যদিকে,  নদীয়ার নবদ্বীপ রানীর ঘাটে গঙ্গায় কুমির আতঙ্ক। বিশাল আকার কুমির ভেসে বেড়াচ্ছে গঙ্গায়। আর সেই কুমিরকে দেখে রীতিমতো আতঙ্কিত নদী পাড়ে স্নান করতে আসা বহু পূর্ণার্থী এবং সাধারণ মানুষ। প্রতিদিনের মতো আজও নদীয়ার নবদ্বীপ রানীর ঘাটে একাধিক মানুষ গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন। এরপরই হঠাৎই গঙ্গায় ভাসতে দেখা যায় এক বিশালাকার কুমিরকে।

 তারপরেই রীতিমত আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করে নদীর পাড়ে থাকা পূর্ণার্থী থেকে শুরু করে সাধারণ মানুষেরা। ইতিমধ্যে এই কুমির দেখার পরই সাধারণ মানুষ খবর দেয় স্থানীয় প্রশাসনকে। বনদফতকেও জানানো হয় পুরো বিষয়টি। যদিও প্রশাসনিক স্তরে জানা গিয়েছে, বনদফতরের সঙ্গে যৌথভাবে এই কুমির টিকে ধরার চেষ্টা করা হচ্ছে। 

তবে কুমিরকে দেখে রীতিমতো আতঙ্কিত এবং চিন্তায় নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা।স্থানীয় কাউন্সিলর মিহির কান্তি পাল জানান, আমরা এ বিষয়ে উর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে কথা বলে যা করনীয়,তাই করার ব্যাবস্থা করছি। পাশাপাশি সকলকে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করার বার্তাও দেন তিনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের