বছর ঘুরলেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার জন্য এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে বঙ্গ বিজেপি। আর এই ভোটকে পাখির চোখ করে বাংলার গেরুয়া শিবিরের নেতা-কর্মীদের মনোবল বাড়াতে চলতি মাসের শুরুতেই ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
28
কবে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী?
গেরুয়া শিবির সূত্রের খবর, চলতি জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহেই বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী। দমদমের সেন্ট্রাল জেলের পাশের মাঠে সভা করতে পারেন তিনি। সভার প্রস্তুতিতে আগাম ৭ সদস্যের কমিটি গঠন করেছে বিজেপি।
38
জুলাইতে ফের বঙ্গে মোদী
সূত্রের খবর, চলতি মাসের ১৮ জুলাই নাগাদ কলকাতা সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দমদমের সেন্ট্রাল জেলের পাশের মাঠে সভা করবেন তিনি। যার জন্য এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।
জানা গিয়েছে, মে মাসের পর এটি মোদীর দ্বিতীয় সভায তবে এখনও পর্যন্ত এই বছর বাংলায় কোনও জোড়া সভা করেননি তিনি। করেছিলেন গতবছরে। দমদমের পাশাপাশি দুর্গাপুরের সভাতেও সিলমোহর পড়লে, একুশে জুলাইয়ে তৃণমূলের শহিদ সভার আগে এটা একটা তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হবে বিজেপির ক্ষেত্রে।
58
২১ জুলাইয়ের আগেই বাংলায় নমো
চলতি মাসেই রয়েছে তৃণমূলের ২১ জুলাইয়ের সভা। শহিদ দিবস ঘিরে চলছে প্রস্তুতি। তার আগেই সম্ভবত ১৮ জুলাই দমদমে সভা করতে পারেন প্রধানমন্ত্রী। একদিকে বছর ঘুরলেই ভোট অন্যদিকে তৃণমূলের ২১ জুলাইয়ের আগে মোদীর সভা ঘিরে চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ।
68
বঙ্গে ফের মোদীর ডেইলি প্যাসেঞ্জারি?
সুকান্ত মজুমদারকে প্রাক্তন করে সদ্য বিজেপির রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শমীক ভট্টাচার্য। দলের মধ্যে আদি-নব্যের দ্বন্ধ কাটিয়ে শমীক-শুভেন্দুকে ভর করেই বাংলায় পুরোপুরি ভোটের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছে বিজেপি। আর তার জন্যই মে মাসের পর ফের জুলাইতে মোদীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ।
78
কী বার্তা দেবেন মোদী?
সূত্রের খবর, একুশ ও চব্বিশের বিধানসভা-লোকসভা কোনও ভোটেই ভালো ফল করতে পারেনি বিজেপি। বাংলায় যে এখনও বিজেপির ভিত নড়বড়ে সে কথা স্বীকার করেছেন দলের শীর্ষ নেতৃত্বরা। রাজ্যের ৫০ শতাংশ বিজেপির বুথ কমিটি একেবারে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এই আবহে মোদী বাংলায় এসে কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
88
বাংলায় বাড়তি হাওয়া মোদীর
বঙ্গে বিজেপির নড়বড়ে সংগঠনের হাল ধরেছেন শমীক ভট্টাচার্য। ওয়াকিবহাল মহলের মতে, শমীক ভট্টাচার্যের কাঁধেই ভর করে হয়ত বঙ্গে ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি। সেই আবহে মোদীর এই ঘনঘন বাংলায় সফর গেরুয়া শিবিরের পালে বাড়তি হাওয়া জোগাবে বলেই মনে করা হচ্ছে।