'অভয়ার মায়ের শাঁখা-পলা ভেঙে দিয়েছে মমতার পুলিশ', নবান্ন অভিযানে লাঠিচার্জের অভিযোগ শুভেন্দুর

Published : Aug 09, 2025, 02:21 PM ISTUpdated : Aug 09, 2025, 02:36 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Suvendu On Nabanna Abhiyan: নবান্ন অভিযান ঘিরে পুলিশের বিরুদ্ধে বিজেপি বিধায়কদের মারধরের অভিযোগ। রেয়াত করেনি অভয়ার বাবা-মাকেও। বিশদে জানুন সম্পূর্ণ প্রতিবেদন পড়ে… 

Suvendu On Nabanna Abhiyan: শনিবার অভয়ার মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে নবান্ন অভিযান গিরে রাজপথে শুরু ধুন্ধুমার। পুলিশের বিরুদ্ধে উঠেছে ব্যাপক ধস্তাধস্তি, লাঠিচার্জের অবিভোগ। দফায় দফায় ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা। আর তাতেই দেখা গেল পুলিশের অতিসক্রিয় ভূমিকা। এদিন তিলোত্তমার ন্যায় বিচারে সামিল হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ''পুলিশ লাঠি দিয়ে পিটিয়েছে, কাউকে বাদ দেয়নি বাংলার পুলিশ। আমরা এসেছি গণতান্ত্রিক অধিকারে। মিছিলে একটাও বিজেপির পতাকা নেই। তাও পুলিশ পিটিয়েছে। এখনও মেরে যাচ্ছে। অভয়ার বাবা-মাকেও মেরেছে পুলিশ।'' এই অভিযোগ তুলে রাস্তাতেই বসে পড়েন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল সহ বিজেপি বিধায়করা। ঘটনায় ১০০ জনেরও বেশি আহত হয়েছে বলে অভিযোগ শুভেন্দুর।

নবান্ন অভিযানের মিছিলে অশোক দিন্দা, অর্জুন সিংদের মারধরের অভিযোগ উঠেছে কলকাতা পুলিশে বিরুদ্ধে। শুধু তাই নয়, শনিবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানকে কেন্দ্র করে দিকে দিকে মিছিলে রীতিমত তুলকালাম অবস্থা। ব্যারিকেড করে আটকে দেওয়ায় রাস্তায় বসে প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। 'ছিঃ মমতা, ছিঃ' লেখা প্লাকার্ডে বিক্ষোভ আন্দোলনকারীদের। পার্ক স্ট্রিট থেকে সাঁতরাগাছি নবান্ন অভিযান ঘিরে পুলিশ বনাম আন্দোলনকারীদের বচসা, হাতাহাতির অভিযোগ।

 

শুধু তাই নয়, পুলিশের বিরুদ্ধে সরব অভয়ার বাবা। পুলিশ তাদের এখনও অত্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। ধর্মতলা থেকে মিছিল করে আসার সময় পুলিশ তাদের বেলাগাম লাঠিচার্জ করেছে। তারা নবান্ন যাবেনই বলে এদিন হুঁশিয়রি দেন অভয়ার বাবা। 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বিধানসভা ভোটের আগে বঙ্গে হিন্দু অস্ত্রে শান, ব্রিগেড ময়দানে শুরু লক্ষ কন্ঠে গীতাপাঠ
Today live News: জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে আরবিআই-এর নতুন চমক! এবার মিলবে একসঙ্গে অনেক সুবিধা