
Kolkata: শহরে ফের বেআইনি অস্ত্র সহ গ্রেফতার ২ ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, সুভাষ সরোবরের কাছে আগ্নেয়াস্ত্র-সহ দুই ব্যক্তি গ্রেফতার করেছে ফুলবাগান থানার পুলিশ। জানা গিয়েছে, ১ জুলাই মঙ্গলবার কলকাতার সুভাষ সরোবর সংলগ্ন সুরেন সরকার রোড থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা হলো—১) অজয় মন্ডল ওরফে চিন্টু (৩৮)। এবং পঙ্কজ বিশ্বাস ওরফে মিষ্টি (৩০)। ধূতদের বাড়ি ৪৮/এইচ/২৫, পোটারি রোড, কলকাতা-১৫।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের কাছ থেকে একটি সিঙ্গল শটার আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার হয়েছে। আগ্নেয়াস্ত্র বহনের কোনও বৈধ কাগজপত্র তাঁদের কাছে ছিল না। ঘটনার পর ফুলবাগান থানায় Arms Act-এর ২৫(১)(এ)/২৯ ধারায় নির্দিষ্ট মামলা রুজু হয়েছে (মামলা নং ১০০, ১/৭/২৫)। ধৃতদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র বহনের অভিযোগে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদে আরও কোনও চক্র জড়িত রয়েছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে এবং এই ধরণের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ আরও তৎপর হয়েছে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, পৃথক অভিযানে কোটি টাকার মাদক উদ্ধার করল কলকাতা এসটিএফ ও ইংরেজবাজার থানার পুলিশ।ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে,এদের মধ্যে একজন মহিলাও রয়েছে। মঙ্গলবার রাতে এস টি এফ কলকাতার তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে সি জি এম মালদা এবং ইংরেজবাজার থানার পুলিশ মালদহ শহরের প্রাণ কেন্দ্র রথবাড়ি এলাকায় হানা দেয়।
সেখানে হানা দিয়ে লাল রঙের একটি মারুতি গাড়িকে আটক করা হয়।তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৪৬০ গ্রাম বেআইনি হেরোইন।গ্রেফতার করা হয় তিনজনকে।জানা গেছে ধৃতরা হল সোফিয়া বিবি।যার বাড়ি মনিপুর। বাকি দুইজন মালদার বাসিন্দা মাসিদুর রহমান এবং আলিউল শেখ।
অন্যদিকে, এদিন রাতেই গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ বাইপাশ এলাকায় অভিযান চালিয়ে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দ অজিত শর্মা নামে এক যুবককে গ্রেফতার। তার হেফাজত থেকে উদ্ধার হয় ১০০ গ্রাম বেআইনি ব্রাউন সুগার।
ধৃত চারজনকেই বুধবার মালদহ জেলা আদালতে পেশ করা হয়। এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এছাড়াও প্রতিদিন অভিনব চুরি,কেউ পরিচারিকার পরিচয় দিয়ে বাড়িতে কাজে ঢুকে লক্ষ লক্ষ টাকার সোনা চুরি করছে কেউ আবার শুধুমাত্র গ্যাস সিলিন্ডার,আবার কেউ এসির আউটডোর পাইপ। সব মিলিয়ে প্রায় ১৭ লক্ষ টাকার চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করলো উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থানার পুলিশ ।।
মধ্যমগ্রাম থানা এলাকায় গত তিন মাসে ঘটা চুরি ও প্রতারণার ঘটনায় বড় সাফল্য পেলো বারাসাত জেলা পুলিশ। অভিনব কায়দায় একের পর এক চুরি, সাইবার প্রতারণা, গৃহবধূর সোনার গয়না হোক বা অ্যাপ মারফত ব্যাংক অ্যাকাউন্ট খালি- এ ধরনের নানা অভিযোগের তদন্তে মেলে এই সাফল্য। জানা গিয়েছে, মধ্যমগ্রাম থানার বিভিন্ন অভিযোগের তদন্তে নেমে পুলিশ উদ্ধার করেছে প্রায় ১৭ লক্ষ টাকার চুরি যাওয়া এইসব সামগ্রী।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।