মেট্রোরেলের সঙ্গে যৌথ উদ্যোগ বেসরকারি সংস্থার, কলকাতায় পিপিপি মডেলে কিডনির চিকিৎসা

Published : Aug 14, 2025, 10:59 PM ISTUpdated : Aug 14, 2025, 11:10 PM IST
kidney

সংক্ষিপ্ত

Kidney Care: কলকাতায় কিডনির উন্নত চিকিৎসার জন্য বিশেষ উদ্যোগ নিল মেট্রোরেল (Kolkata Metro Rail)। এক বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে কিডনির চিকিৎসার ব্যবস্থা করছে মেট্রোরেল।

Healthcare PPP: স্বাস্থ্যক্ষেত্রে পিপিপি! কেন্দ্রীয় সরকারি সংস্থার সঙ্গে বেসরকারি চিকিৎসা সংক্রান্ত সংস্থার গাঁটছড়া। ভারতে এই উদ্যোগ এর আগে দেখা যায়নি। স্বাধীনতা দিবসের (Independence Day 2025) আগে কলকাতায় এই উদ্যোগের কথা ঘোষণা করা হল। দেশের প্রথম মেট্রোরোল (Kolkata Metro Rail) চালু হয়েছিল কলকাতায়। সেই মেট্রোরেল কর্তৃপক্ষই এবার চিকিৎসা ক্ষেত্রে যুগান্তকারী উদ্যোগ নিল। মেট্রোরলের তপন সিনহা মেমোরিয়াল হাসপাতালে হবে কিডনির (Kidney Care) নানা রোগের চিকিৎসা। এক্ষেত্রে সাহায্য করবে নেফ্রো কেয়ার ইন্ডিয়া (Nephro Care India)। এই দুই সংস্থার যৌথ উদ্যোগেই কম খরচে কিডনির রোগের চিকিৎসা করা হবে। কিডনির চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল। তবে এবার পিপিপি মডেলে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার ফলে কিডনির রোগের চিকিৎসা নিয়ে সাধারণ মানুষের চিন্তা কমতে চলেছে।

কিডনির চিকিৎসায় বিশেষজ্ঞরা

কলকাতায় মেট্রোরেলের হাসপাতালে কিডনির চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো আছে। নেফ্রো কেয়ার সংস্থার সঙ্গে কিডনি বিশেষজ্ঞরা যুক্ত। তাঁরা এবার চিকিৎসায় সাহায্য করবেন। নামী নেফ্রোলজিস্ট ড. প্রতিম সেনগুপ্তর নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকরা তপন সিনহা মেমোরিয়াল হাসপাতালে কিডনির চিকিৎসা করবেন। তাঁরা সারা ভারতে ৩৫০ স্টেট-অফ-দ্য-আর্ট রেনাল কেয়ার ইউনিটে ১০ লক্ষেরও বেশি রোগীর চিকিৎসার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছেন। স্বাস্থ্যক্ষেত্রে দেশের প্রথম পিপিপি মডেলে সহজে ও কম খরচে উচ্চমানের কিডনির চিকিৎসা করানোর সুযোগ পাবেন সাধারণ মানুষ।

অত্যন্ত গুরুত্বপূর্ণ কিডনির চিকিৎসা

সারা ভারতে কোটি কোটি মানুষ কিডনির রোগে ভুগছেন। কিডনির চিকিৎসা একেবারেই সহজ নয়। বিপুল অর্থ খরচ হয়। একইসঙ্গে অনেক ঝক্কিও পোহাতে হয়। কিন্তু এবার কলকাতায় সাধ্যের মধ্যে কিডনির রোগের চিকিৎসার ব্যবস্থা করা হল। মেট্রোরেলের হাসপাতালে সবাই চিকিৎসার সুযোগ পাবেন। কারও কোনও সমস্যা হবে না। ফলে কলকাতার মানুষের চিন্তা দূর হতে চলেছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা, এমনকী ভিনরাজ্যের রোগীরাও তপন সিনহা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার সুযোগ পাবেন। ফলে সবারই সুবিধা হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

দেশজুড়ে IndiGo-র বিমান বিভ্রাট, কলকাতা বিমানবন্দরেও চরম দুর্ভোগের শিকার যাত্রীরা
News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে