সোম ও মঙ্গলবার কাজে বেরোনোর আগে দেখে নিন কোন সময়ে বন্ধ রাখা হবে কোন কোন রাস্তা

সোমবার কলকাতায় আসছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোম এবং মঙ্গলবার নির্দিষ্ট সময় মেপে বন্ধ রাখা হবে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা।

সোমবার কলকাতায় আসছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর ২ দিনের সফর উপলক্ষ্যে সরগরম থাকবে বঙ্গের আবহ। সেই আবহে যান নিয়ন্ত্রণে কড়া হাতে পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। সোম এবং মঙ্গলবার নির্দিষ্ট সময় মেপে বন্ধ রাখা হবে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। সেই রাস্তাগুলি না ধরতে পারলে অন্য কোন রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে, জেনে নিন।

সোমবার দুপুর ১২টা ১৫ মিনিট থেকে দুপুর দেড়টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে উত্তর এবং দক্ষিণমুখী খিদিরপুর রোড, এজেসি বোস রোড (ডিএল খান রোড এবং এক্সাইড মোড়ের মধ্যের অংশ), হসপিটল রোড, এটিএম রোড। এই সময় উত্তর এবং দক্ষিণমুখী খিদিরপুর রোডের বিকল্প পথ সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড। এজেসি বোস রোডের (ডিএল খান রোড এবং এক্সাইড মোড়ের মধ্যের অংশ) বিকল্প হিসাবে ব্যবহার করা যাবে এজেসি বোস উড়ালপুল অথবা সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড। হসপিটল রোড বা লাভার্স লেনের বিকল্প পথ সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড, সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোডের পশ্চিম দিক বরাবর এজেসি বোস রোড এবং ডিএল খান রোড। এটিএম রোড না ধরে শরৎ বোস রোড ধরে যেতে পারেন।

Latest Videos

সোমবার দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত যে সব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে উত্তর এবং দক্ষিণমুখী রেড রোড, রানি রাসমণি অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউতে গিরিশ পার্ক এবং এসপ্ল্যানেড মোড়, রবীন্দ্র সরণি থেকে সিআর অ্যাভিনিউ পর্যন্ত বিবেকানন্দ রোড, বি বি গাঙ্গুলি স্ট্রিট। দক্ষিণমুখী রেড রোডের বিকল্প পথ মেয়ো রোড-ডাফরিন রোড-আউট্রাম রোড অথবা স্ট্র্যান্ড রোড। উত্তরমুখী রেড রোডের বিকল্প পথ জওহরলাল নেহরু রোড। রানি রাসমণি অ্যাভিনিউয়ের বদলে ব্যবহার করা যাবে স্ট্র্যান্ড রোড। গিরিশ পার্ক থেকে এসপ্ল্যানেড মোড় পর্যন্ত সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিকল্প পথ আমহার্স্ট স্ট্রিট-বিবি গাঙ্গুলি স্ট্রিট-নির্মল চন্দ্র স্ট্রিট অথবা এপিসি রোড-এজেসি বোস রোড। এসপ্ল্যানেড থেকে গিরিশ পার্ক পর্যন্ত সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বদলে ব্যবহার করা যাবে কলেজ স্ট্রিট-বিধান সরণি অথবা এজেসি বোস রোড-এপিসি রোড। রবীন্দ্র সরণি থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ পর্যন্ত বিবেকানন্দ রোডের বিকল্প পথ বিডন স্ট্রিট। বিবি গাঙ্গুলি স্ট্রিটের বদলে ব্যবহার করা যাবে গণেশ চন্দ্র অ্যাভিনিউ।

সোমবার বিকেল সাড়ে ৪টে থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে রানি রাসমণি অ্যাভিনিউ এবং অকল্যান্ড রোডে। এই সময় রানি রাসমণি রোডের বিকল্প পথ জওহরাল নেহরু রোড। অকল্যান্ড রোডের বদলে ব্যবহার করা যাবে কিরণশঙ্কর রায় রোড।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত উত্তর এবং দক্ষিণমুখী রেড রোড, উত্তর এবং দক্ষিণমুখী খিদিরপুর রোড, দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই সময় দক্ষিণমুখী রেড রোডের বিকল্প পথ মেয়ো রোড-ডাফরিন রোড-আউট্রাম রোড অথবা স্ট্র্যান্ড রোড। উত্তরমুখী রেড রোডের বিকল্প পথ জওহারলাল নেহরু রোড। উত্তরমুখী খিদিরপুর রোডের বিকল্প পথ সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড। দক্ষিণমুখী খিদিরপুর রোডের বিকল্প পথ স্ট্র্যান্ড রোড-সেন্ট জর্জেস গেট রোড। দ্বিতীয় হুগলি সেতুর বদলে ব্যবহার করতে পারেন স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ।

মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিট থেকে সকাল ১১টা ১৫ মিনিট পর্যন্ত এজেসি বোস রোড, এজেসি বোস উড়ালপুল এবং মা উড়ালপুলে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই সময় এজেসি বোস রোডের বিকল্প পথ সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড (পশ্চিম দিক বরাবর)। এজেসি বোস উড়ালপুলের বদলে এজেসি বোস রোড ব্যবহার করা যাবে। মা উড়ালপুলের বিকল্প পথ পার্ক সার্কাস কানেক্টর। ওই দিন সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উত্তরমুখী খিদিরপুর রোড এবং দক্ষিণমুখী খিদিরপুর রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। উত্তরমুখী খিদিরপুর রোডের বিকল্প পথ সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড। দক্ষিণমুখী খিদিরপুর রোডের বিকল্প পথ স্ট্র্যান্ড রোড-সেন্ট জর্জেস গেট রোড। সপ্তাহের শুরুতেই শহরে যানজটের আশঙ্কায় যাত্রীরা।

পণ্যবাহী যান চলাচলের ক্ষেত্রে, সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে।

আরও পড়ুন- 
জ্বালানির দামে পতন, নাকি ক্রমশ ঊর্ধ্বমুখী পেট্রোল-দর? দেখে নিন সোমবারের লেটেস্ট আপডেট
দিনভর মেঘলা আকাশের সঙ্গে তাপমাত্রার বৃদ্ধি, পশ্চিমবঙ্গের কোন জেলায় কবে থামবে বৃষ্টি?

বাংলা থেকে পথ চলা শুরু করবে আরও ২টি বন্দে ভারত এক্সপ্রেস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হওয়ার সম্ভাবনা

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul