West Bengal Weather Forecast: শুক্রের দুপুরেই শুরু কালবৈশাখীর তাণ্ডব, আজ ভিজবে কোন কোন জেলা? জানুন এক ক্লিকে

Published : Apr 18, 2025, 02:41 PM IST
MP Weather Alert

সংক্ষিপ্ত

Weather News: বৈশাখের শুরুতে দুর্দান্ত পারফর্ম্যান্স দেখাচ্ছে 'কালবৈশাখী'। শুক্রের দুপুরেই বেলা গড়িয়ে বিকেল হওয়ার আগেই আঁধার ঘনিয়ে নেমে এলো সন্ধ্যা। এদিন সকাল থেকেই আকাশের মুখ ছিলো ভার। বেলা গড়াতেই আকাশ মেঘ করে আসে, সঙ্গে দোসর দমকা হাওয়া।          

Weather News: বৈশাখের শুরুতে দুর্দান্ত পারফর্ম্যান্স দেখাচ্ছে 'কালবৈশাখী'। শুক্রের দুপুরেই বেলা গড়িয়ে বিকেল হওয়ার আগেই আঁধার ঘনিয়ে নেমে এলো সন্ধ্যা। এদিন সকাল থেকেই আকাশের মুখ ছিলো ভার। বেলা গড়াতেই আকাশ মেঘ করে আসে, সঙ্গে দোসর দমকা হাওয়া। কয়েক মিনিটের ঝড়ে রীতিমত লণ্ডভণ্ড পরিস্থিতি হয় চারিদিকের। শহর কলকাতা সহ জেলায়-জেলায় দুপুর থেকেই শুরু হয় বিক্ষিপ্ত বৃষ্টি। তবে ঝড়ের কারণে এদিন তাপমাত্রার পারদ অনেকটাই নিম্মগামী ছিল বলে জানিয়েছে হাওয়া অফিস।

আজ সারাদিন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া (Weather News):-

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বেশি থাকবে শুক্রবার রাত পর্যন্ত। আজ শুক্রবার কিছু জেলায় কালবৈশাখীর সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। উত্তরবঙ্গে আজ ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, একটি নিম্নচাপ অক্ষরেখা অসম থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। যেটি বাংলা ও ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে। পূর্ব মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যেটি ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে। পূর্ব মধ্যপ্রদেশ থেকে কর্ণাটক পর্যন্ত আরও একটি নিম্নচাপ বিস্তৃত। রাজস্থান থেকে তামিলনাড়ু পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে। যেটি বিদর্ভ তেলেঙ্গানা রায়লসীমার ওপর দিয়ে গিয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে অসম, বিহার, উত্তর প্রদেশে। যার কারণে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather News Update South Bengal):-

ভারী বৃষ্টির সতর্কতা তিন জেলায়। পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং হুগলী জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় এই ভারী বৃষ্টির পূর্বাভাস। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই তিন জেলার কিছু অংশে। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু-এক পশলা কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই। ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। সাত জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা। হাওড়া, হুগলী এবং পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।

শনিবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলাতে। এরপরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে তার প্রভাব অনেকটা কমবে। রবিবার ও সোমবারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী কয়েকদিনের তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন নেই। ঝড়বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে। আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে। সোমবার আংশিক মেঘলা আকাশ থাকবে। আবহাওয়ার পরিবর্তন হবে মঙ্গলবার থেকে। পরিষ্কার আকাশ তাপমাত্রা বাড়বে হু হু করে। সোমবার থেকে বুধবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের