হারিয়েছিলেন মোবাইল, জরিমানা দিতে হল বাইকের জন্য, রাজারহাটে পুলিশের জালে কীর্তিমান যুবক

নথিপত্রহীন বাইকটি চড়ে, সওয়ারির সিটে আবার আরও দুই বন্ধুকে বসিয়ে, তার ওপর তিন জনের কেউই হেলমেট না পরে চলে গেলেন রাজারহাট থানায় ডায়েরি করতে। 

কিনেছিলেন হাতবদল হওয়া একটি বাইক। আর, পকেটে ছিল একটি দামি মোবাইল ফোন। একটি হারিয়ে ফেলে দিশা খুঁজতে গিয়ে অপরটি নিয়ে পড়লেন ফাঁপরে। রাজারহাটের ঘটনায় খানিকটা হতভম্বই হয়ে যেতে হল সদ্য বাইক কেনা যুবককে।

পুলিশ সূত্রে খবর, ওই যুবক বাইকটি কিনে ফেলেছিলেন বটে, কিন্তু সেটির কোনও কাগজপত্রই ছিল না তাঁর কাছে। উপযুক্ত নথিপত্র ছাড়াই বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। পুলিশের নাকা-তল্লাশিতেও এখনও পর্যন্ত কোনওদিন ধরা পড়েননি বুদ্ধির জোরে। পুলিশকে এড়াতে সন্ধেবেলা একেবারেই বড় রাস্তায় উঠতেন না তিনি। কিন্তু, আচমকা হারিয়ে গেল দামি মোবাইল ফোনটি। মোবাইল হারিয়ে কোনওদিক ভাবনা-চিন্তা না করেই সেকেন্ড হ্যান্ডে কেনা বাইকটি চড়ে, সওয়ারির সিটে আবার আরও দুই বন্ধুকে বসিয়ে নিয়ে, তার ওপর তিন জনের কেউই হেলমেট না পরে চলে গেলেন রাজারহাট থানায় ডায়েরি করতে। স্বাভাবিকভাবেই, একটি বাইকে ৩ জন যাত্রী, তার ওপর তিন জনেই হেলমেট ছাড়া থাকায় সেই বিষয়ে প্রশ্ন তোলেন পুলিশ কর্তারা।

Latest Videos

রাজারহাট থানার পুলিশ প্রথমে তাঁর মোবাইল হারানোর ডায়েরিটি নথিভুক্ত করে, তারপর ওই যুবকের কাছে তাঁর বাইকের কাগজ দেখতে চায়। যুবকের নাম মহম্মদ সোনু, তিনি নারায়ণপুরের বাসিন্দা। জানা যায়, হেলমেট তো দূরের কথা, মহম্মদ সোনুর কাছে না আছে বাইক ক্রয় সংক্রান্ত কোনও নথি, না আছে ড্রাইভিং লাইসেন্স।

সঙ্গে সঙ্গে পদস্থ আধিকারিকদের নির্দেশে সোনুকে সাড়ে ছয় হাজার টাকার জরিমানা করেন থানায় কর্তব্যরত অফিসাররা। হেলমেট, লাইসেন্স ও বাইকের কাগজপত্র না থাকা এবং একটি বাইকে তিন জন চড়ে রাস্তায় বেরিয়েছেন, এই ধরনের একাধিক অভিযোগে সোনুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রাথমিক ভাবে বাইকটিও আটক করা হয়েছিল। পরে জরিমানার টাকা জমা দিয়ে থানা থেকে বাইকটি ছাড়িয়ে নিয়ে যান সোনুর পরিবারের সদস্যরা।

বিধাননগর কমিশনারেটের পুলিশকর্তাদের বক্তব্য, শহরে যেকোনও প্রকারের দুর্ঘটনা এড়াতে বিনা হেলমেটের বাইক চালক দেখলেই জরিমানা করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মহম্মদ সোনু আরও ২ জনকে নিয়ে থানায় ঢুকতেই পুলিশকর্মীরা খেয়াল করেন যে, তাঁর বাইকে হেলমেট ঝোলানো অবস্থাতেও নেই। ফলে, তখন থেকেই তাঁকে প্রশ্ন করার জন্য তৈরি হয়েছিলেন কর্তব্যরত আধিকারিকরা।

আরও পড়ুন-
পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে হাম ও রুবেলার টিকাকরণ, শিশুদের সুরক্ষায় জন্য বিশেষ উদ্যোগ রাজ্য স্বাস্থ্য দফতরের
সবাইকে ঠান্ডা মেঝেতে বিছানা পেতে ঘুমোতে হচ্ছে: পার্থ, কল্যাণময়দের জন্য জেলে খাট চাইলেন আইনজীবী

Share this article
click me!

Latest Videos

RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
খোদ কলকাতায় 'ভারত মাতার জয়' না বলতে চিরকুট ভাগবত পাঠককে, দেখুন কী প্রতিক্রিয়া দিলেন তিনি
‘মোদী আর মমতা হিন্দু মুসলিম ভোট ভাগ করে নিতে চান!’ একযোগে তুলোধোনা Adhir Ranjan Chowdhury
‘Firhad Hakim আর Kunal Ghosh মমতার পোষ্য ঘেউ ঘেউ করছে’ Mamata Banerjee-র নেতাদের আক্রমণ সুকান্তের
RG Kar Case Latest Update : হাইকোর্টে কি হল! চরম শাস্তির দাবী থেকে সরে গেল অভয়ার পরিবার! কেন? দেখুন