'আপনার রাজনৈতিক উচ্চাশার জন্যই সিঙ্গুর এখন পতিত জমি,' রতন টাটার প্রয়াণে শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে মমতা

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের কিছুদিন পরেই প্রয়াত হলেন শিল্পপতি রতন টাটা। তাঁরা একসঙ্গে সিঙ্গুরে শিল্পস্থাপন করার উদ্যোগ নিয়েও সফল হননি।

Soumya Gangully | Published : Oct 10, 2024 7:14 AM IST / Updated: Oct 10 2024, 02:11 PM IST

মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন, জাতীয় সড়ক অবরোধের কারণ সিঙ্গুর ছাড়তে বাধ্য হয়েছিল টাটা গোষ্ঠী। পশ্চিমবঙ্গে ন্যানো গাড়ির কারখানা প্রায় তৈরি হয়ে যাওয়ার পরেও কাজ থেমে যায়। সিঙ্গুর থেকে গুজরাটের সানন্দে ন্যানো কারখানা সরিয়ে নিয়ে যাওয়ার সময় রতন টাটা বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ট্রিগার টেনে দিয়েছেন।' সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার রতন টাটার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। 'এক্স' হ্যান্ডলে মমতা লিখেছেন, ‘টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটার প্রয়াণে শোকাহত। টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান ভারতীয় শিল্পের অন্যতম প্রধান নেতা ছিলেন। তিনি দান-ধ্যান করার ক্ষেত্রেও অগ্রণী ছিলেন। তাঁর প্রয়াণ ভারতের বাণিজ্য জগৎ ও টাটা সন্সের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবারের সদস্য ও সহকর্মীদের প্রতি শোকপ্রকাশ করছি।’

মমতাকে তোপ নেটিজেনদের

Latest Videos

সিঙ্গুরে ন্যানো কারখানার বিরুদ্ধে আন্দোলনের সময় টাটা গোষ্ঠী ও রতন টাটাকে নিয়মিত আক্রমণ করতেন সেই সময় রাজ্যের প্রধান বিরোধী নেত্রী মমতা। তাঁর আন্দোলনের জন্যই পশ্চিমবঙ্গে হিন্দুস্তান মোটর্সের পর দ্বিতীয় গাড়ি কারখানার উদ্যোগ সফল হয়নি। সে কথা উল্লেখ করেই মমতাকে আক্রমণ করছেন নেটিজেনরা। ‘এক্স’ হ্যান্ডলে একজন লিখেছেন, ‘আপনি টাটা মোটর্সকে তাড়িয়ে ক্ষমতায় আসার জন্য রাজনীতি করেছেন। ন্যানো প্রকল্প পশ্চিমবঙ্গের অর্থনীতি বদলে দিতে পারত। কিন্তু আপনি নিজের উচ্চাকাঙ্খাকে গুরুত্ব দেন। রাজনীতিই আপনার কাছে সবকিছু।’ অপর একজন লিখেছেন, ‘কুমীরের কান্না কাঁদবেন না পিসি। আপনি সিঙ্গুরে টাটা কারখানায় কী করেছিলেন আমরা ভুলতে পারব না।’

 

 

সিঙ্গুরের ভবিষ্যৎ কী?

মুখ্যমন্ত্রী হওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সিঙ্গুরে ন্যানো কারখানার জন্য অধিগ্রহণ করা জমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন মমতা। কিন্তু সিঙ্গুরে ওই জমিতে এখনও চাষের কাজ শুরু করা সম্ভব হয়নি। ফলে যাঁরা স্বেচ্ছায় জমি দিয়েছিলেন, তাঁদের স্বপ্নপূরণ হল না। রাজ্যের অর্থনীতির হালও ফিরল না। রাজ্যে বড় কোনও সংস্থা বিনিয়োগ করছে না।

 

 

 

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আবার জমি নিয়ে সাত দফা দাবি হুগলির সিঙ্গুর থেকে, ফের চাপে মমতা সরকার

Singur case: সিঙ্গুর মামলায় বড় ধাক্কা রাজ্যের, ৭৬৬ কোটি টাকা টাটাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

সিঙ্গুর নিয়ে মমতাকেই দুষলেন সূর্যকান্ত, বললেন '৯০ শতাংশ কাজ হয়ে গিয়েছিল'

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

জোর বিতর্ক! এখানে অসুর রূপে সন্দীপ ঘোষ! RG Kar কাণ্ডের অভিনব প্রতিবাদ | Durga Puja | Berhampore |
শিল্পীরা মণ্ডপে বসেই তৈরি করছেন মাদুর! অনন্য ভাবনায় পল্লী উন্নয়ন সমিতি | Durga Puja 2024 | Kolkata
চোখে জল! ধুলোয় লুটিয়ে ১১২ ফুটের দুর্গা, মুখ ঢাকল কালো কাপড়ে | World Largest Durga | Ranaghat |
অনন্য থিম! গান করছেন বাউল শিল্পীরা, হরিদেবপুর Vivekananda Sporting Club-এর পুজো | Durga Puja 2024
Durga Puja 2024: মহাষষ্ঠীতেই Suruchi Sangha-তে মানুষের ঢাল! অভিনব থিমে নজর কাড়লো সবার!