Partha Chatterjee On Mamata Banerjee: দল থেকে কেন তাকে বহিস্কার করা হলো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে কারণ জানতে চাইলেন সদ্য জেল ফেরত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চিঠিতে কী জানিয়েছেন তিনি? দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
দল থেকে কেন তাকে বহিস্কার করা হলো? জেল থেকে বাড়ি ফিরেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখে তা জানতে চাইলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সদ্য জেল ফেরত মন্ত্রীর প্রশ্ন, দলের কোন নিয়মবলে তাকে বহিস্কার করা হলো? মুখ্যমন্ত্রীকে লেখা ওই চিঠির প্রত্যায়িত কপি পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে এবং তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর ঠিকানাতেও।
25
চিঠিতে কী লিখেছেন পার্থ চট্টোপাধ্যায়?
মুখ্যমন্ত্রীর উদ্দেশে লেখা চিঠিতে পার্থ চট্টোপাধ্যায় লিখেছেন যে, তিনি জানতে চান দলের কোন নিয়মবলে তাকে সাসপেন্ড করা হয়েছে। ওই চিঠিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি ‘নব্য সেনাপতি’ বলে সম্বোধন করেছেন। তার আক্ষেপ, এই রকম সময়ে দলীয় বহু নেতার পাশে তৃণমূল দাঁড়ালেও দল তার পাশে দাঁড়ায়নি। এমনকি জেলে থাকাকালীন অবস্থাতেই তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
35
কী দাবি পার্থের অনুগামীদের?
যদিও পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামীদের অবশ্য দাবি জেল থেকে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিঠিটি লিখেছিলেন তিনি। যদিও তা এতদিন পার্থর বেহালার নাকতলার বাড়িতে পড়েছিল। প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল থেকে ফিরতেই তা পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে। এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে।
অবশেষে জেলমুক্তি পার্থ চট্টোপাধ্য়ায়ের। বাইপাসের হাসপাতাল থেকে এবার বাড়িতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা। রাজ্যে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল ২০২৩ সালের ২৩ জুলাই। তারপর থেকে নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় জেল বন্দি পার্থ চট্টোপাধ্যায়। যদিও বর্তমানে শারীরিক অসুস্থতার জন্য তিনি ছিলেন বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকেই সরাসরি বাড়ি ফিরেছেন তিনি।
55
নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়
নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২৩ জুলাই নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল। হিসেব বহির্ভূত সম্পত্তি রয়েছে বলে অভিযোগ ছিল। পার্থর মুক্তির দিন তাঁর অনুগামীদের দাবি পার্থ চট্টোপাধ্য়ায় নির্দোষ তাই তাঁকে সুপ্রিম কোর্ট জামিনে মুক্তি গিয়েছে। তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি আর হিসেব বহির্ভূত সম্পত্তি রাখার কোনও অভিযোগ নেই।