কলকাতা আরজি কর হাসপাতালে ফের চিকিৎসকের রহস্যমৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ

Published : Oct 27, 2025, 02:41 PM ISTUpdated : Oct 27, 2025, 03:44 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

RG Kar Doctor Death News: শহরে ফের আর জি কর হাসপাতালের চিকিৎসকের রহস্য মৃত্যু। মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধন্দে পুলিশ। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

RG Kar Doctor Death News: বছর ঘুরলেও এখনও দগদগে স্মৃতি তিলোত্তমা কাণ্ডের। আরজি কর হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট তরুণী ডাক্তার ধর্ষণ-খুনের এক বছরের মধ্যে ফের হাসপাতালের ক্যাম্পাসের ভিতরে ডাক্তারের রহস্য মৃত্যুতে ছড়ালো শোরগোল। আরজি কর হাসপাতালের চিকিৎসকের রহস্যমৃত্যু। তীব্র চাঞ্চল্য। শোরগোল। মৃত চিকিৎসকের নাম শুভজিৎ আচার্য। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ হিসাবে কর্মরত ছিলেন তিনি।

জানা গিয়েছে, মৃত চিকিৎসক উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের শিশির কুঞ্জের বাসিন্দা ছিলেন। রবিবার রাতেই তাঁকে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, হার্ট রেট কমানোর জন্য বেশ কয়েকটি ওষুধ খেতেন তিনি। রবিবার রাতে বুকে ব্যথা নিয়ে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রাথমিকভাবে অনুমান, ওষুধের অধিক মাত্রার কারণেই শরীরে বিষক্রিয়া তৈরি হয়। আর তার জেরেই মৃত্যু হয়েছে ওই চিকিৎসকের।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত সঠিক মৃত্যুর কারণ বলা যাবে না। তবে পরিবারের তরফ থেকে বিষক্রিয়ার কারণে যে মৃত্যু তা মানতে রাজি নয়। 

মৃত চিকিৎসকের পরিবার কী বলছে? 

এদিন শুভজিৎ আচার্যের কাকা সুভাষচন্দ্র ঘোষ বলেন,  ‘’কীভাবে ঘটনাটি ঘটেছে আমরা এখন বুঝতে পারছি না। এরকম একটি ছেলে যেই ঘটনা ঘটতে পারে সেটা আমাদের এখনো বিশ্বাসযোগ্য নয়। যেখানেই সে ডাক্তারি চেম্বার করতো না কেন কোন সমস্যা হতো না। আরজি করে করার সময় একটু ডিউটির চাপ ছিল। সেটা কোনও ব্যাপারই না।''

 পাশাপাশি মৃত চিকিৎসকের বাবা শ্যামল কুমার আচার্য বলেন, ‘’বৌমা এবং ছেলে একই বাড়িতে থাকতো। পারিবারিক কোনও সমস্যা ছিল না। আমরা এখনও বুঝে উঠতে পারছি না এরকম ঘটনা কেন ঘটলো। হয়তো মানসিক দিক দিয়ে কোন একটি চাপ ছিল।'' এদিকে সোমবারই মৃত চিকিৎসকের দেহ বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের