আরজি কর কাণ্ডে কেন লালবাজারে তলব! সোশ্যাল মিডিয়ার পোস্টে জানালেন জনপ্রিয় আরজে অগ্নি

Published : Aug 14, 2024, 09:31 AM IST
RJ Agni

সংক্ষিপ্ত

তিনি জানান তার সোশ্যাল মিডিয়া পেজে বহু পোস্ট তিনি করেছিলেন আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে তার একটি পোস্টের জন্যই তলব করা হয়েছিল লালবাজারে। 

কলকাতা ছাপিয়ে দেশজুড়ে ছড়িয়েছে এই আন্দোলন। আরজি কর হাসপাতালের মর্মান্তিক কাণ্ডে বিরাট আন্দোলনে সামিল জুনিয়র থেকে সিনিয়র চিকিৎসকরাও। সোশ্যাল মিডিয়ার পেজ ভরছে এর প্রতিবাদে। এই সবের মধ্য হঠাৎ করেই লালবাজারে তলব করা হল জনপ্রিয় আরজে অগ্নি-র। প্রথমে আরজি কর কাণ্ডে অগ্নি-কে তলব করায় বেশ ঘাবড়েই গিয়েছিলেন অনেকে। হঠাৎ করে কেন অগ্নি-কে তলব।

তলব পেয়েই সময় মতো লালবাজার পৌঁছে যান অগ্নি। সেখানে গিয়ে তিনি কথাবার্তা সেরে জানান, "এই আন্দোলনকে ভিত্তি করেই প্রচুর ভুয়ো পোস্ট বা ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সেই সব পোস্ট থেকে সবাই যেন বিরত থাকে সেই অনুরোধ করা হয়েছে লালবাজার থেকে।" তিনি জানান তার সোশ্যাল মিডিয়া পেজে বহু পোস্ট তিনি করেছিলেন আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে তার একটি পোস্টের জন্যই তলব করা হয়েছিল লালবাজারে।

প্রসঙ্গত, যে সেমিনার হলে ঘটেছে এই ঘটনা, সেই সেমিনার হলের পাশের দেওয়ালই ভেঙ্গে শুরু হয়েছে হাসপাতাল অথরিটির কাজ। গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এই পরিস্থিতিতে কেন কাজ শুরু করা হল? এই নির্দেশই বা কে দিল? আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে ওঠে গোটা হাসপাতাল। এদিকে এই ঘটনার কোনও তদন্তের কিনারা করতে না পারলে ধর্ষণ ও খুনের মামলা রাজ্য পুলিশে আস্থা রাখতে পারবে না হাইকোর্ট। বুধবার বেলা ১০টার মধ্যে রাজ্য পুলিশকে মামলা সঁপে দিতে হবে সিবিআইকে।

PREV
click me!

Recommended Stories

বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?
'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর