আরজি কর হত্যাকাণ্ডের ২১ দিন পরেও এই ১০টি প্রশ্নের উত্তর অধরা তদন্তকারীদের কাছে, দেখুন ছবিতে

আরজি কর হত্যাকাণ্ডের তদন্তে সিবিআই এখনও অনেক প্রশ্নের উত্তর খুঁজছে। ঘটনাস্থল থেকে শুরু করে মৃতার পরিবারকে ফোন, সবকিছু নিয়েই রয়েছে ধোঁয়াশা।
Saborni Mitra | Published : Aug 30, 2024 4:43 AM IST
113
আরজি কর হত্যাকাণ্ড

আরজি কর হত্যাকাণ্ডের পরে কেটে গেছে ২১ দিন। কিন্তু এখনও রহস্যের কিনারা করতে পারেনি তদন্তকারীরা। বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও অধরা। উত্তর খুঁজছে সিবিআই।

213
আরজি কর হত্যাকাণ্ড

আরজি কর হত্যাকাণ্ডের তদন্ত প্রথমে করছিল কলকাতা পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তের ভার এখন সিবিআই-এর হাতে। কিন্তু তদন্তে নেমে তদন্তকারীরা আরও বেশ কিছু প্রশ্নের উত্তর হাতড়াচ্ছেন।

313
প্রথম প্রশ্ন

আরজি কর হাসপাতাল হত্যাকাণ্ডে অপরাধী কতজন? একজন না একাধিক। এখনও পর্যন্ত সন্দেহভাজন হিসেবে শুধুমাত্র সঞ্জয় রায়কেই গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের জিজ্ঞাসাবাদ করছে।

413
কতটা দায় সন্দীপ ঘোষের

আরজি কর হত্যাকাণ্ডে ১৫ দিন ধরে তদন্ত করছে সিবিআই। কিন্তু এখনও পর্যন্ত ১৩ দিন ধরে টানা জেরা করা হচ্ছে তাঁকে। প্রায় ১৩০ ঘণ্টা জেরা করা হয়ে গেছে। কিন্তু সন্দীপের দায় কতটা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় সাধারণের কাছে।

513
ঘটনাস্থল

এটাই সবথেকে ধন্ধে ফেলে দিয়েছে সিবিআই কর্তাদের। কারণ সুপ্রিম কোর্টে সিবিআই বলেছে ক্রাইম সিনের চরিত্র বদল করা হয়েছে। তাই সেমিনার রুম না অন্যত্র কোথায় খুন ও ধর্ষণ করা হয়েছে চিকিৎসককে- তারও উত্তর অধরা।

613
সেমিনার হলের ভিড়

আরজি কর হাসপাতালের চেস্ট ও মেডিসিন বিভাগের সেমিনার রুমেই উদ্ধার হয়েছিল নির্যাতিতার দেহ। কিন্তু সেই সেমিনার রুমে মৃতদেহ উদ্ধারের পরে প্রচুর মানুষের ভিড়ের ভিডিও ভাইরাল- সিবিআই-এর প্রশ্ন কেন সংরক্ষণ করা হয়নি সেমিনার রুম। ক্রাইম সিনে এত মানুষের ভিড় কেন।

713
মৃতার পরিবারকে ফোন

কেন মৃতার পরিবারকে প্রথমে অসুস্থ, তারপর আত্মহত্যা এজাতীয় কথা বলা হল। কে ফোন করেছিল, এত মর্মান্তিক খবর কেন রুঢ়তার সঙ্গে দেওয়া হল- পরিবারকে কেন বিভ্রান্ত করা হয়েছে - তারও উত্তর খুঁজছে সিবিআই।

813
দেড়ঘণ্টা পরে কেন টালা থানায় পুলিস

তদন্তকারীদের কাছে এখনও স্পষ্ট নয় কেন মৃতদেহ উদ্ধারের দেড় ঘণ্টা পরে কেন টালা থানাকে খবর দেওয়া হল- তারও উত্তর খুঁজছে তদন্তকারীরা।

913
পুলিশ কেন প্রথমে অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করল

পুলিশ কেন প্রথম অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করল তার কোনও উত্তর এখনও নেই। খুনের মামলা দায়ের করার জন্য কেন মৃতার বাবা ও মাকে যেতে হল- নেই উত্তর। হাসপাতাল কেন এফআইআর করল না তারও উত্তর অধরা।

1013
তথ্য প্রমাণ লোপাটে গ্রেফতার নয় কেন

তথ্য প্রমাণে লোপাটের অভিযোগ সুপ্রিম কোর্টে আগেই তুলেছিল সিবিআই- কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হল না কেন- সিবিআই কেন এই ধীরে চলো নীতি নিয়েছে- তার উত্তর চায় সাধারণ মানুষ।

1113
খুনের মোটিভ

সবথেকে বড় আর গুরুত্বপূর্ণ প্রশ্ন- কেন ৩১ বছরের চিকিৎসককে হাসপাতালের মধ্যেই নৃশংস ভাবে খুন করা হল- খুনের মোটিভ কী তার উত্তর এখনও স্পষ্ট নয়।

1213
সঞ্জয় রায়ের দোষ কতটা

আরজি কর হত্যাকাণ্ডে একমাত্র ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। কিন্তু তার দোষ ঠিক কতটা- নাকি তাঁকে মোহরা করছে কেউ বা কারা- সঞ্জয়ের চালচলন নিয়েও প্রশ্ন রয়েছে।

1313
পলিগ্রাফ টেস্ট

সিবিআই আদালতের অনুমতি নিয়ে সঞ্জয়, সন্দীপ-সহ চার জুনিয়ার ডাক্তারের পলিগ্রাফ টেস্ট করেছে। কিন্তু তারপরে কী পদক্ষেপ- কী সেই পলিগ্রাফ টেস্টের রেজাল্ট- তাও জানতে চায় সাধারণ মানুষ।

Share this Photo Gallery
click me!

Latest Videos