আজ কি জট কাটবে? স্টেনোগ্রাফার নিয়েই মমতার সঙ্গে বৈঠকের জন্য কালীঘাট গেল জুনিয়র ডাক্তাররা

আরজি কর কাণ্ডে অভিযুক্তদের বিচারের দাবিতে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তাদের পাঁচ দফা দাবিতে অনড় থেকে আজ কালীঘাটে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে বসছে। বৈঠকের কার্যবিবরণী লিপিবদ্ধ করার জন্য স্টেনোগ্রাফাররাও তাদের সাথে থাকবেন। 

Saborni Mitra | Published : Sep 16, 2024 12:28 PM IST
112
পাঁচ দফা দাবিতে আলোচনা

জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে পাঁচ দফা দাবিতেই আলোচনা হবে। তার বাইরে কোনও বিষয় নিয়ে আলোচনা হবে না।

212
পাঁচ দফা দাবি

আরজি কর কাণ্ডের সুষ্টু তদন্ত, প্রমাণ লোপাটে অভিযুক্তদের চিহ্নিত করে সাজা, হাসপাতালগুলিতে ভয় মুক্ত পরিষেব তৈরি, চিকিৎসকদের নিরাপত্তা, বিনীত গোয়েল-সহ তিন স্বাস্থ্যকর্তা ও স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপের পদত্যাগ।

312
সাংবাদিক বৈঠক

কালীঘাট রওনা দেওয়ার আগে জুনিয়র ডাক্তাররা সাংবাদিক বৈঠক করেন। সেখানে তাঁরা বলেন তাঁরা তাদের দাবিতে অনড় রয়েছেন। তারা তাদের দাবি থেকে পিছিয়ে আসবেন না। কালীঘাটের বৈঠকের পরই স্বাস্থ্য ভবনের ধর্নামঞ্চে এসে বৈঠক করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

412
সঙ্গে যাচ্ছে স্টেনোগ্রাফার

জানুয়র ডাক্তাররা জানিয়েছেন, বৈঠকে তাদের সঙ্গে থাকবে স্টেনোগ্রাফার। প্রত্যেকটি জিনিস লেখা হবে। সই হবে। সেটা নিয়েই তারা কালীঘাট থেকেই ফিরবে। যুদ্ধ চলছে সেখান থেকে পিছিয়ে আসার কোনও প্রশ্ন নেই।

512
জুনিয়র ডাক্তারদের দাবি

জুনিয়র ডাক্তাররা বৈঠকের লাইভস্ট্রিমিং-এর দাবি প্রথমে জানিয়েছিল। পরবর্তী সময় তারা বৈঠকের ভিডিওর দাবি জানায়। কিছুটা পিছিয়ে তারা জানিয়েছে আগের দুটি যদি না হয় তাহলে কার্যবিবরণী লেখা হবে। সেই কারণে তারা স্টেনোগ্রাফার নিয়ে যাবে বৈঠকে।

612
বৈঠকের কার্যবিবরণী

বৈঠকের খুঁটিনাটি লেখা হবে। সেখানে দুই পক্ষের সই থাকবে। সেই কারণেই সব মিলিয়ে ৩২ জন কালীঘাটে রওনা দিচ্ছে।

712
বাসে করে কালীঘাট রওনা

আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবন থেকে বাসে করে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেয়।

812
স্লোগান দিয়ে রওনা

স্বাস্থ্য ভবন থেকে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় জুনিয়র ডাক্তারদের মুখে ছিল 'জাস্টিস ফর আরজি কর' 'ইউ ওয়ান্ট জাস্টিস' এই জাতীয় স্লোগান দিতে দিতেই রওনা দেয়।

912
স্বাস্থ্য ভবনে অবস্থানের ৭ দিন

স্বাস্থ্য ভবন জুনিয়র ডাক্তারদের অবস্থানের আজ ৭ দিন। আরজি করের নিহত চিকিৎসকের বিচারের চেয়ে তাদের প্রতিবাদ ৩৭ দিনে পড়েছে।

1012
রাজ্য সরকারের 'ঔদ্ধত্য'র জবাব

কালীঘাটে যাওয়ার আগেই জুনিয়র ডাক্তাররা রাজ্য সরকারের 'ঔদ্ধত্য' বার্তার জাবাবও দিয়ে যান। তাঁরা বলেন, ' ওঁরা বলছেন, আমাদের ঔদ্ধত্য রয়েছে। বৈঠক করতে চাই না। এটা ভুল। আমরা দেখতে চাই, ওঁরা কতটা কথা বলতে চান। আমাদের ন্যায় বিচারের লড়াই। তাঁরা ন্যায় বিচারের লড়াইকে কতটা নিয়ে যেতে পারে, দেখছি।'

1112
শনিবার বৈঠক ভেস্তে যায়

শনিবার কালীঘাটে বৈঠক হয়নি এর আগে শনিবার জুনিয়র ডাক্তারদের কালীঘাটে বৈঠকে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে দীর্ঘ কথাবার্তার পরেও বৈঠক হয়নি। তারপর আজ সকালেই বৈঠকে ডেকে রাজ্য সরকারের পক্ষ থেকে মেল করা হয়।

1212
সুপ্রিম কোর্টে কাল শুনানি

আগামিকাল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। তার আগেই জুনিয়র ডাক্তারদের কাজে ফেরাও জরুরি। তাই এদিনের বৈঠকের ওপর অনেক কিছুই নির্ভর করছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos