সন্ধে ৬টায় নবান্নে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক, যাবেন জুনিয়র ডাক্তাররা?

Published : Sep 11, 2024, 05:16 PM ISTUpdated : Sep 11, 2024, 05:54 PM IST
Lalbazar Abhiyan junior doctors 1 hour meeting with Kolkata Police seeking resignation of CP Vineet Goyal bsm

সংক্ষিপ্ত

রাজ্য সরকারের সময়সীমার মধ্যে জুনিয়র ডাক্তাররা নবান্নে বৈঠকে যোগ দেবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। নিজেদের দাবিতে অনড় ডাক্তাররা। বৈঠকের স্থানে ৩০ জন প্রতিনিধি এবং টেলিভিশনে সরাসরি সম্প্রচারের দাবি তাঁদের।

রাজ্য সরকার সন্ধে ৬টায় সময় দিয়েছে। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়া জুনিয়র ডাক্তাররা কি রাজ্য সরকারের প্রস্তাব মেনে নবান্নে বৈঠকে যোগ দেবেন? তাঁদের সিদ্ধান্তের দিকে তাকিয়ে সারা দেশ। রাজ্য সরকারের পক্ষ থেকে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ই-মেল করে বৈঠকের কথা জানানো হয়েছে। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আবার পাল্টা ই-মেল করে নিজেদের দাবির কথা জানানো হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের সর্বাধিক ১৫ জন প্রতিনিধিকে বৈঠকে থাকার অনুমতি দেওয়া হয়েছে। তবে আন্দোলনকারীদের দাবি, ৩০ জনকে বৈঠকে থাকার অনুমতি দিতে হবে। এই বৈঠক হলে যাতে টেলিভিশনে সরাসরি দেখানো হয়, তার ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। রাজ্য সরকার এই দাবি মেনে নেবে কি না স্পষ্ট নয়। ফলে বৈঠক নিয়ে কিছুটা সংশয় রয়েই গিয়েছে।

রাজ্য সরকারের শর্তে বৈঠক হবে?

রাজ্য সরকারের পক্ষ থেকে ই-মেল করে জুনিয়র ডাক্তারদের বৈঠকের কথা জানানো হয়েছে। মুখ্যসচিব ই-মেলে উল্লেখ করেছেন, মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তাঁরা সেই নির্দেশ লঙ্ঘন করেছেন। গত ৩২ দিন ধরে সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা না পেয়ে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন বলেও উল্লেখ করেছেন মুখ্যসচিব। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের প্রস্তাব মেনে জুনিয়র ডাক্তাররা বৈঠকে যোগ দেবেন কি না, সেদিকে তাকিয়ে সারা বাংলা ও দেশ।

বৈঠকে যাচ্ছেন আন্দোলনকারীরা?

এখনও পর্যন্ত যা খবর, তাতে জানা যাচ্ছে, সন্ধে ৬টায় বৈঠকে যোগ দিতে যাচ্ছেন না জুনিয়র ডাক্তাররা। রাজ্য সরকারকে পাল্টা একাধিক শর্ত দিয়েছেন তাঁরা। সরকার সেই শর্তগুলি মেনে নিলে তবেই বৈঠক হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আর জি করে মৃতার পোশাক নিয়ে পুলিশের বাজেয়াপ্ত জিনিসের তালিকা এবং ময়নাতদন্তের রিপোর্টে পরস্পর-বিরোধী তথ্য, ধন্দে সিবিআই

"আমার উৎসব শেষ! তবে এই কঠিন সময়ে মা দুর্গার আসা উচিত", বললেন তিলোত্তমার মা

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

নমাজ শুনতেই বেশি অভ্যস্ত, তাই গীতা পাঠ শুনলে কানে রক্ত ঝরে মমতার: বিজেপি
'রাজ্যের কোনও যুক্তি শুনবে না আদালত..' এই মামলায় হাইকোর্টে জোর ধাক্কা খেল মমতা সরকার