রবিবার পর্যন্ত পুলিশকে সময়, আর জি করের ঘটনার কিনারা না হলেই সিবিআই তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনায় কঠোর মনোভাব দেখাচ্ছে পুলিশ-প্রশাসন। কলকাতা পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনার কিনারা করার জন্য রবিবার পর্যন্ত সময় পাচ্ছে কলকাতা পুলিশ। এর মধ্যে যদি কলকাতা পুলিশ এই ঘটনার কিনারা করতে না পারে, তাহলে সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘আমরা এই ঘটনার তদন্তের জন্য ডগ স্কোয়াড, ভিডিও ডিপার্টমেন্ট ও ফরেনসিক ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়েছি। কলকাতা পুলিশ যদি রবিবারের মধ্যে এই ঘটনার কিনারা করতে না পারে, তাহলে আমরা সিবিআই-এর কাছে এই মামলার তদন্তভার তুলে দেব।’ মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পর কলকাতা পুলিশ বাড়তি তৎপরতা দেখাতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Latest Videos

আর জি কর হাসপাতালের ঘটনায় শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় যে-ই জড়িত থাকুক না কেন, তাকে অবিলম্বে শাস্তি দেওয়া উচিত। আমরা দ্রুত এই ঘটনার বিচার চাই। ফাস্ট ট্র্যাক কোর্টে এই মামলার বিচার হলে দ্রুত আইনি প্রক্রিয়া মিটে যেতে পারে। হাসপাতালে নার্স ও নিরাপত্তারক্ষীদের উপস্থিতি সত্ত্বেও এই ঘটনা ঘটায় আমরা স্তম্ভিত। আমি পুলিশকে বলেছি, মৃতার বাবা-মা জানিয়েছেন, ভিতরের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত। আমরা এই হাসপাতাল থেকে অধ্যক্ষ, বিভাগীয় প্রধান, মেডিক্যাল সুপার তথা সহকারী অধ্যক্ষ এবং এএসপি-কে সরিয়ে দিয়েছি।’ সোমবার দুপুরে মৃতা চিকিৎসকের বাড়িতে গিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।

৪-৫ দিনের মধ্যে তদন্ত শেষ করার আশ্বাস পুলিশ কমিশনারের

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, 'এই ঘটনায় যদি আরও কেউ জড়িত থাকে, তাহলে চার-পাঁচ দিনের মধ্যে গ্রেফতার করবে পুলিশ। তবে এরপরেও যদি মৃতার পরিবার সন্তুষ্ট না হয়, তাহলে মুখ্যমন্ত্রী যা বলছেন সেটাই হবে।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মৃতা চিকিৎসকের সঙ্গে নাইট ডিউটিতে ছিলেন, পুলিশের জেরার মুখে সহকর্মীরা

চিকিৎসক-পড়ুয়াদের কর্মবিরতি অব্যাহত, চাপের মুখে পদত্যাগ আর জি করের অধ্যক্ষর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা