আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় সাজা ঘোষণা, সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড

আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা করল শিয়ালদা আদালত।

আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সাজা ঘোষণা। শিয়ালদা আদালতের বিচারপতি অনির্বাণ দাস সাজা ঘোষণা করলেন। এই মামলায় দোষী সাব্যস্ত হওয়া কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড হল। বিচারপতির মতে, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়। এই কারণে সঞ্জয়ের মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল। তাকে আমৃত্যু সংশোধনাগারে থাকতে হবে। একইসঙ্গে আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে ১৭ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিতে হবে রাজ্য সরকারকে। সঞ্জয়ের আইনজীবী মৃত্যুদণ্ড না দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। পাল্টা বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলে দাবি করে মৃত্যুদণ্ডের দাবি করেছিলেন সিবিআই-এর আইনজীবী। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকেও সঞ্জয়ের ফাঁসির দাবি জানানো হয়। কিন্তু শেষপর্যন্ত সঞ্জয়ের মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল।

আদালতের রায়ে অখুশি নির্যাতিতার পরিবার

Latest Videos

সোমবার আদালতে সঞ্জয়ের পাশাপাশি ছিলেন নির্যাতিতার বাবা-মা। তাঁদের আশা ছিল, মেয়ের উপর নৃশংস অত্যাচার চালানোর পর খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয়ের মৃত্যুদণ্ড দেবে আদালত। কিন্তু তাঁরা ন্যায়বিচার পেলেন না বলেই মনে করছেন। আদালত যে ১৭ লক্ষ টাকা দেওয়ার কথা বলেছে, সেই টাকা নিতে নারাজ নির্যাতিতার বাবা-মা। তাঁরা আদালতে জানান, এই টাকা চাননি। তখন বিচারপতি বলেন, তিনি আইনের ভিত্তিতে কথা বলছেন।

আদালতের রায়ে খুশি নন মুখ্যমন্ত্রী

সোমবার দুপুরে হাওড়ার ডুমুরজলা থেকে মুর্শিদাবাদ রওনা হওয়ার আগে সঞ্জয়ের মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ায় খুশি নন মুখ্যমন্ত্রী। তিনি মুর্শিদাবাদ পৌঁছনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন। পুলিশের হাতে তদন্তভার থাকলে দ্রুত ফাঁসির ব্যবস্থা হয়ে যেত বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি আদালতের রায়ের সমালোচনা করতে না চাইলেও, এই ঘটনায় সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

RG Kar Case: সরকারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ, আবারও ফেরালেন নির্যাতিতার পরিবার

সঞ্জয় রায়ের ফাঁসি হোক! আরজি কর মামলায় শিয়ালদা কোর্টে সওয়াল CBI-এর

Share this article
click me!

Latest Videos

বড় সাজা! নাকি...আজ সঞ্জয়ের কথা শুনবেন বিচারক, উঠে আসতে পারে চাঞ্চল্যকর কিছু? | RG Kar News Today
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News
Suvendu Adhikari : ভিনরাজ্যে আলু পাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল