হাতে হাত- চোখে চোখ.... ধর্মতলার অনশন মঞ্চে দেবাশিস-স্নিগ্ধার ভাইরাল ছবিতে আবেগপ্রবণ নেটিজেনরা

Published : Oct 11, 2024, 01:21 PM IST
rg kar protest Photos of activist Debashish and hunger striker Snigdha went viral on social media bsm

সংক্ষিপ্ত

আমরণ অনশনে বসেছেন স্নিগ্ধা হাজরা। প্রতিটি ক্ষেত্রেই পাশে পেয়েছেন স্বামী-সহযোদ্ধা দেবাশিসকে। অনশনে অসুস্থ, দুর্বল স্ত্রীর হাতে হাত, চোখে চোখ রেখে পাশে থাকার একই সঙ্গে পথ চলার বার্তা দিয়ে যাচ্ছেন দেবাশিস। 

আরজি কর আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার। তাঁর স্ত্রী স্নিগ্ধা হাজরাও পিছিয়ে নেই। দেবাশিসের আন্দোলনে পুরোপুরি সহযোগদ্ধা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁদের আন্দোলনের ছবি। এই উত্তাল সময়েও দেবাশিস-স্নিগ্ধার প্রেম, বিশ্বাস আর প্রতিবাদ মিলেমিশে একেকার হয়ে গেছে। ধর্মতলার অনশন মঞ্চে।

শনিবার রাত থেকেই আমরণ অনশনে বসেছেন স্নিগ্ধা হাজরা। প্রতিটি ক্ষেত্রেই পাশে পেয়েছেন স্বামী-সহযোদ্ধা দেবাশিসকে। অনশনে অসুস্থ, দুর্বল স্ত্রীর হাতে হাত, চোখে চোখ রেখে পাশে থাকার একই সঙ্গে পথ চলার বার্তা দিয়ে যাচ্ছেন দেবাশিস। তাঁদের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই তাঁদের মধ্যে এক অন্য ভালবাসার ছবি দেখতে পেয়েছেন। তাঁই তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে রীতিমত উচ্ছাসিত নেটিজেনরা। সপ্তমীর রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুই ডাক্তারের ছবি।

দেবাশিস হালদার হুগলির বাসিন্দা। পড়াশুনায় মেধাবী। মাধ্যমিকে অষ্টম ও উচ্চমাধ্যমিকে একাদশ স্থান অর্জন করেছিলেন। নিটেও সাফল্য অধরা ছিল না। কলকাতা মেডিক্যাল কলেজ থেকে পড়াশুনা করেছেন। বর্তমানে অ্যানাস্থেসিয়া বিভাগে কর্মরত। ক্যানসার বিভাগের সিনিয়র রেসিডেন্ট স্নিগ্ধা হাজরা। অরিন্দম দে নামে এক নেটিজেন জানিয়েছেন, সদ্যই বিয়ে করেছেন তাঁরা। বিয়ের পর এটাই ওঁদের প্রথম পুজো। কিন্তু বিপ্লবেই মঞ্চ থেকেই উৎসব পালন করছেন তাঁরা। তিনি আরও বলেছেন, 'বিপ্লব ও প্রেম দীর্ঘজীবী হোক!' নেটিজেনদের অনেকেই বলেছেন, দেবাশিস-স্নিগ্ধার প্রেম, বিপ্লব, দৃঢ়়তা তাদের মুদ্ধ করেছেন।

ধর্মতলায় ধর্না অনশনের আজ ষষ্ঠদিন। এদিন একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তারার। আজ সন্ধ্যায় ধর্মতলায় মহাসমাবেশের ডাক দিয়েছে জুনিয়র ডাক্তাররা। মানুষকে পাশে চেয়েছে তারা।

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?